বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গাজীপুর শহরের মাজুখান এলাকায় চুরির অভিযোগ দিয়ে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাতে এ ঘটনা ঘটে।
নিহত তারা মিয়া (২৩) টাঙ্গাইল জেলার ধনবাড়ি থানাধীন পাইসকা গ্রামের মৃত আব্দুল গফুর মিয়ার ছেলে।
পরে পুলিশ হত্যাকাণ্ডে জড়িত দুই নারীসহ তিনজনকে আটক করেছে। তারা হলেন, মাজিদুল হক, আকলিমা ও আরজান বেগম।
জয়দেবপুর থানার ওসি আমিনুল ইসলাম জানান, মাঝুখান এলাকার মাজিদুল হকের বাসার ভাড়টিয়া ছিলেন তারা মিয়া। এরই সূত্র ধরে মাজিদুল হকের বোন আকলিমার সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
বিষয়টি জানাজানি হলে মেয়ের পরিবার মেনে নেয়নি। এক পর্যায়ে শনিবার রাতে তারা মিয়াকে ডেকে নিয়ে চুরির অপবাদ দিয়ে বেদম মারধর করে মাজিদুল হক ও তার লোকেরা। এতে ঘটনাস্থলেই মারা যান তারা মিয়া।
খবর পেয়ে মীরেরবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলার পর তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হবে বলেও জানান ওসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।