Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়ায় স্বেচ্ছাসেবকলীগ নেতাকে কুপিয়ে হত্যা

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০১৮, ১০:১৬ এএম | আপডেট : ১১:২১ এএম, ৮ সেপ্টেম্বর, ২০১৮
বগুড়ায় স্বেচ্ছাসেবকলীগ নেতা শাকিল ওরফে বি-ক্লাসকে (২৫) কুপিয়ে হত্যা করেছে  সন্ত্রাসীরা। এ সময় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন শাকিলের সহযোগি একই সংগঠনের নেতা বিশাল (২৫)। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে শহরের চকসুত্রাপুর এলাকায় এ ঘটনা ঘটে। সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর শেখ ফরিদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে, শাকিল, বিশাল ও মিশু নামের তিন বন্ধু মোটরসাইকেল যোগে শহরের চকসুত্রাপুর সুইপার পট্টিতে মাদক কিনতে যায়। সেখানে পূর্ববিরোধের জের ধরে সন্ত্রাসীরা শাকিলকে রাম দা দিয়ে কোপায়। শাকিলকে উদ্ধার করতে গেলে বিশালকেও ছুরিকাঘাত করে সন্ত্রাসীরা। পরে মিশু দু’জনকে উদ্ধার করে  মোটরসাইকেল যোগে হাসপাতাল নিয়ে যাওয়ার সময় সদর থানার সামনে শাকিল মোটরসাইকেল থেকে পড়ে যায়। এ সময় পুলিশ মোটরসাইকেলসহ মিশুকে আটক করে এবং গুরুতর আহত দু’জনকে শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করে।
 
নিহত শাকিল শহরের লতিফপুর কলোনীর শাহজালালের ছেলে। তার নামে হত্যা, ছিনতাই, চাঁদাবাজীর অসংখ্য অভিযোগ রয়েছে। বছর খানেক আগে  পুলিশ তাকে গ্রেপ্তার করে। ওই সময় পালাতে গিয়ে পুলিশের গুলিতে আহত হয়। পরে তার ডান পা কেটে ফেলা হয়। গত এক মাস আগে শাকিল জামিনে মুক্তি পায়। শাকিলের অপর সহযোগি বিশাল শহরের ১০নং ওর্য়াড স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এবং মিশু স্বেচ্ছাসেবকলীগ কর্মী। এরা দুই সপ্তাহ আগে তারাও জামিনে মুক্তি পেয়েছে। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী জানান, শাকিল, বিশাল ও মিশু তিনজনই সন্ত্রাসী। ফুটবল খেলা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষ সন্ত্রাসীরা তাদেরকে কুপিয় জখম করে বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে। 


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কুপিয়ে হত্যা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ