Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতকে গুড়িয়ে দিতে চান হাসান আলী

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

এশিয়া কাপকে সামনে রেখে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুশীলন শুরু করে দিয়েছে পাকিস্তান। ভেন্যু আরব আমিরাতে হওয়ায় এবারের আসরে ফেভারিট তকমা নিয়েই যাচ্ছে দলটি। এটি পাকিস্তানের জন্য অনেকটা ঘরের মাঠের টুর্নামেন্ট। গ্রæপ ‘এ’তে হংকং ও ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। ১৯ সেপ্টেম্বর তারিখে হবে চির প্রতিদ্ব›দ্বী ভারতের বিপক্ষে উত্তেজনাকর ম্যাচটি। সেই ম্যাচে একাই ভারতীয় ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেয়ার ইচ্ছার কথা জানিয়েছেন পাকিস্তানের ডানহাতি পেসার হাসান আলী।
বর্তমানে ভারতের চেয়ে পাকিস্তানই এগিয়ে রয়েছে বলে মনে হাসান। অনুশীলনের ফাঁকে তিনি সংবাদ মাধ্যম জানিয়ে হাসান বলেন, ‘এখন আমরাই এগিয়ে রয়েছি। আমাদের বিপক্ষে শেষ ম্যাচটি হারায় তারাই চাপে থাকবে। আরব আমিরাতে ম্যাচ মানে আমাদের জন্য হোম গ্রাউন্ডই বলা যায়। কারণ আমরা এখানের কন্ডিশন সম্পর্কে সব জানি।’ তিনি যোগ করেন, ‘তবে ভারত ভালো দল। আমার ইচ্ছা তাদের বিপক্ষে শুধু পাঁচ উইকেট নয়, পুরো দশ উইকেটই নিতে চাই। আমার উইকেট উদযাপনের আমার ভক্ত-সমর্থকরা খুশি হয়। তাদের খুশি অনেক বাড়িয়ে দিতে চাই। ভারতের বিপক্ষে ম্যাচে চাপ থাকবেই। তবে আমি চাপের মধ্যেই খেলতে পছন্দ করি। কারণ চাপের মুখে আমি নিজের সেরাটা বের করে আনতে পারি।’
এসময় ভারতীয় ক্রিকেট দলের এশিয়া কাপের স্কোয়াডে বিরাট কোহলির না থাকাটা পাকিস্তানের জন্য সুবিধাজনক হয়েছে বলেও জানান হাসান, ‘বিরাট কোহলি খুব ভালো ব্যাটসম্যান। সবাই জানে যে সে একাই ম্যাচ ঘুরিয়ে ফেলতে পারে। এশিয়া কাপে সে না থাকলেও ভারতের স্কোয়াডটা দারুণ হয়েছে। অনেক ভালো খেলোয়াড় আছে। তবে কোহলি না থাকায় সুবিধা হয়েছে সে যতোটা চাপ কাটিয়ে সেরাটা খেলতে পারে, বাকিরা সেটা পারে না।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ