Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অস্ত্র বিক্রি সহজ করতে ভারত -মার্কিন সামরিক চুক্তি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০১৮, ২:০১ পিএম
ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক যোগাযোগ নিশ্চিত করতে একটি চুক্তি করা হয়েছে। দুই দেশের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে আলোচনার পর এ চুক্তিটি সই হয়।
বিশ্লেষকরা বলছেন, স্পর্শকাতর মার্কিন সামরিক সরঞ্জাম ভারতের কাছে বিক্রি করার পথ খুলতেই এ চুক্তি।-খবর আলজাজিরার।
 
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস ও পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও তাদের ভারতীয় সমকক্ষ সুষমা স্বরাজ ও নির্মলা সীতারামনের সঙ্গে বৈঠক করেছেন।-খবর আলজাজিরার।
 
আলোচনায় এ পর্যন্ত যে অগ্রগতি হয়েছে, তাতে তারা সন্তুষ্ট বলে জানিয়েছে দুই পক্ষ। যোগাযোগ সুসঙ্গতি ও নিরাপত্তা চুক্তিকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি মাইলফলক বলে আখ্যায়িত করেছেন মাইক পম্পেও।
 
ভারতের প্রতিরক্ষামন্ত্রী সীতারামন বলেন, এ চুক্তি ভারতের প্রতিরক্ষা সক্ষমতা ও প্রস্তুতিকে আরও শক্তিশালী করবে।
 
বিশ্লেষকরা বলেন, ভারতের কাছে সি গার্ডিয়ান ড্রোনের মতো উচ্চপ্রযুক্তির যন্ত্র হস্তান্তর করতেই এমন চুক্তি করা হয়েছে।
 
অবজারভার রিচার্স ফাউন্ডেশনের জ্যেষ্ঠ বিশ্লেষক মনোজ জোশি বলেন, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি চুক্তি। এতে করে ভারত সামুদ্রিক অঞ্চলে ব্যাপক অগ্রগতি অর্জন করতে পারবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অস্ত্র বিক্রি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ