নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
আর মাত্র ৮ দিন পরই মাঠে গড়াবে এশিয়া কাপের এবারের আসর। টুর্নামেন্টের পাঁচটি দল নিশ্চিত হয়ে গেলেও, অপেক্ষা রয়ে গেছে একটি দলের। সেই অপেক্ষা ফুরাচ্ছে আজই। এশিয়া কাপের বাছাই পর্বের ফাইনাল ম্যাচ শেষেই নিশ্চিত হওয়া যাবে শেষ দল হিসেবে কারা নাম লেখাবে টুর্নামেন্টে।
বাছাই পর্বের প্রথম পর্বের পাঁচ ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে আরব আমিরাত। ৫ ম্যাচে তারা জিতেছে ৪টিতে। তিন জয় ও এক পরিত্যক্ত ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয়তে অবস্থান করছে হংকং। আজকের ফাইনালে মুখোমুখি হবে এই দুই দল। ম্যাচের জয়ী দলেরই মিলবে এশিয়া কাপের টিকিট। তবে এশিয়া কাপের টিকিট পেয়ে স্বস্তিতে থাকবে পারবে না ফাইনাল জয়ী দল। কেননা তাদের জায়গা হবে মূল পর্বের ‘এ’ গ্রæপে। যেখানে আগে থেকেই অপেক্ষা করছে দুই চির প্রতিদ্ব›দ্বী দল ভারত ও পাকিস্তান।
১৯ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান মহারণের আগে দুই দলই নিজেদের প্রথম ম্যাচটি খেলবে বাছাইপর্ব পেরিয়ে আসা দলের বিপক্ষে। যা কিনা ধরা যায় ভারত ও পাকিস্তানের মহারণের আগে নিজেদের প্রস্তুতি ম্যাচ হিসেবেও। বাছাই পেরিয়ে আসা দলের দুই ম্যাচ হবে ১৬ ও ১৮ তারিখে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।