পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সাপের কামড়ে ঝিনাইদহের মহেশপুরের এক মাদরাসা ছাত্রের যশোরে মৃত্যু হয়েছে। মৃত তালিম হোসেন হৃদয় (১৪) মহেশপুর উপজেলার কৃষ্ণপুর দাখিল মাদরাসার নবম শ্রেণির ছাত্র এবং একই উপজেলার গোপালপুর গ্রামের মনিরুজ্জামানের ছেলে। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে মঙ্গলবার সকাল দশটার দিকে সে মারা যায়। তার পিতা মনিরুজ্জামান বলেন, সোমবার দিবাগত গভীর রাতে হৃদয় বাড়িতে ঘুমিয়ে ছিল। এসময় একটি বিষধর সাপ হৃদয়ের ডান কোমরে ছোবল দেয়। ওই রাতেই স্থানীয় ওঝা ও কবিরাজ দিয়ে ঝাড়ফুঁক দেওয়া হয়। এরপর তার অবস্থা অবনতির দিকে গেলে মঙ্গলবার সকালে হৃদয়কে যশোর জেনারেল হাসপাতালে আনা হলে তার মৃত্যু হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।