বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে বুঝা যাবে জনগণ আগামী নির্বাচনে কাদেরক চায়। বিভিন্ন রাজনৈতিক দল ও বিশিষ্টজনদের বিরোধীতার পরও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের পাঁয়তারা করা হচ্ছে তা সহজেই অনুমেয়। দেশের জনগণের রায়ের প্রতি কোন প্রকার তোয়াক্কা না করে ইভিএম জাতির ওপর চাপিয়ে দেয়ার ষড়যন্ত্র করলে তা কারো জন্যই কল্যাণকর হবে না। গতকাল দুপুরে পবিত্র হজ্জ পালন শেষে ঢাকা ফিরে বিমানবন্দরে নেতা-কর্মীদের সংবর্ধনায় তিনি একথা বলেন। নগর-উত্তর সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ও সহ-সভাপতি আলহাজ আনোয়ার হোসেনের নেতৃত্বে নগর উত্তরের নেতা কর্মীদের পক্ষ থেকে তাকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধিত করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য ডা. মুখতার হোসাইন, মাওলানা আবু জাফর আহমদুল্লাহ, যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুুবুর রহমান ও মাওলানা গাজী আতাউর রহমান, দক্ষিণ সহ-সভাপতি আলহাজ্ব আব্দুর রহমানসহ বিভিন্ন নেতাকর্মীগণ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।