Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাংবাদিক নদী হত্যার প্রতিবাদে শেরপুরে মানববন্ধন

শেরপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

সাংবাদিক সুবর্ণা নদীর হত্যাকারীদের বিচার দাবিতে শেরপুর প্রেসক্লাবের উদ্যোগে গতকাল দুপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পালিত হয়েছে। প্রেসক্লাবের বিদায়ী সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম আধারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, প্রেসক্লাবের বিদায়ী সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, নবনির্বাচিত সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সহ-সভাপতি শহিদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক সঞ্জিব চন্দ্র বিল্টু, সাংবাদিক মাসুদ হাসান বাদল, মহিউদ্দিন সোহেল, অ্যাডভোকেট আলমগীর কিবরিয়া কামরুল, আসাদুজ্জামান মুরাদ, ইমরান হাসান রাব্বী, সোহেল রানা ও মারুফ হাসান, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন শেরপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি সাংবাদিক মানিক দত্ত, মানবাধিকার কমিশনের যুগ্ম সম্পাদক শামিম হোসেন, মহিলা পরিষদের সহ-সাধারণ সম্পাদক আঞ্জুমনোয়ারা সাথী, সাংগঠনিক সম্পাদক আয়রিন পারভিন ও নারী রক্তদান সংস্থার সভাপতি পঞ্চমি দেব রুমা, সাবেক মহিলা কাউন্সিলর শাসুন্নাহার নিরু প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মানববন্ধন

২২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ