বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
প্রশিক্ষণ সফরে অংশ নিতে ভারত ও শ্রীলংকার উদ্দেশ্যে নৌবাহিনী যুদ্ধজাহাজ সমুদ্র জয় গতকাল শনিবার বিকালে চট্টগ্রাম নৌ জেটি ত্যাগ করে। এ সময় কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, রিয়ার এডমিরাল এম আবু আশরাফসহ স্থানীয় উচ্চপদস্থ নৌ কর্মকর্তা এবং জাহাজে গমনকারী কর্মকর্তা ও নাবিকদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন। আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সফরের অংশ হিসেবে জাহাজটি আগামী ৪ হতে ৮ সেপ্টেম্বর ভারতের বিশাখাপত্তনম বন্দরে এবং ১২ হতে ১৬ সেপ্টেম্বর শ্রীলংকার কলম্বো বন্দরে প্রশিক্ষণ সফরে অবস্থান করবে। জাহাজের অধিনায়ক ক্যাপ্টেন এম মনিরুজ্জামানের নেতৃত্বে প্রক্ষিণার্থী কর্মকর্তাসহ ২৭৮ জন নৌসদস্য এ সফরে অংশ নিচ্ছেন। নৌবাহিনী জাহাজের এ ধরণের মহড়ায় অংশগ্রহণ প্রক্ষিণার্থী কর্মকর্তা ও নাবিকদের পেশাগত মান উন্নয়নের পাশাপাশি বহিঃবিশে¡ দেশের সুনাম বৃদ্ধি করতে সক্ষম হবে। সফরশেষে জাহাজটি আগামী ২১ সেপ্টেম্বর দেশে প্রত্যাবর্তন করবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।