রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
টাঙ্গাইলের মির্জাপুরে সঞ্জিতা রাজবংশী নামে নবম শ্রেণি পড়–য়া এক ছাত্রী ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার রাতে মির্জাপুর পৌর এলাকার বাওয়ার কুমারজানী পূর্বপাড়ায় এ আত্মহত্যার ঘটনা ঘটে। সঞ্জিতা রাজবংশী বাওয়ার কুমারজানী পূর্বপাড়ার শুকুমার রাজবংশীর মেয়ে।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, দেওহাটা এজে উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী সঞ্জিতা রাজবংশীর সঙ্গে তার বোনের দেবর উপজেলার ফতেপুর ইউনিয়নের থলপাড়া গ্রামের মন্টু রাজবংশীর ছেলে মালয়শিয়া প্রবাসী পবন রাজবংশীর সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। গত শুক্রবার রাতে মুঠোফোনে পবনের সঙ্গে সঞ্জিতার দীর্ঘ সময় কথাবার্তা হয়। পরে ওই রাতে নিজ কক্ষে সঞ্জিতা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। সকালে পরিবারের সদস্যরা ঘরের ধন্যার সঙ্গে ওড়না পেচানো জুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে মির্জাপুুর থানা পুলিশ গিয়ে সঞ্জিতার লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে মির্জাপুর থানা এসআই মোহাম্মদ নাসিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এই আত্মহত্যার পেছনে প্রেমগঠিত কারণ রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করেন। ময়না তদন্তের জন্য লাশ টাঙ্গাইল মেডিক্যাল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।