Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কানাডায় বন্ধুর দেখা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

চিত্রনায়ক নিরব এখন কানাডায় রয়েছেন। ঘুরে বেড়াচ্ছেন ভ্যাঙ্কুবার থেকে মন্ট্রিল, ওন্টারিও থেকে ব্রিটিশ কলম্বিয়া কিংবা ম্যানিটোবা। ঘোরাঘুরির পাশাপাশি একটি বেসরকারি টিভি চ্যানেলের ট্রাভেল শো অনুষ্ঠানের শূটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। তবে সেখানে তার সাথে দেখা হয়ে দীর্ঘদিনের বন্ধু শ্রাবস্তী দত্ত তিন্নির সাথে। তিন্নি নিরবের মিডিয়ার প্রথমদিকের বন্ধু। নিরব-তিন্নি জুটির বাংলালিংক দেশ'র বিজ্ঞাপন দেশব্যাপী ব্যাপক জনপ্রিয়তা পায়। তিন্নি এখন মন্ট্রিয়ালে বসবাস করছেন। ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্টে করা ওই ছবিতে নিরব ক্যাপশন দিয়েছেন, 'উইথ বাংলালিংক গার্ল দোস্ত।' এদিকে নিরব কানাডায় গিয়েছেন, দেশটি সফল বাংলাদেশিদের গল্প শুনতে। কানাডায় অনেক প্রবাসী বাংলাদেশি রয়েছে। যারা অনেকেই নিজের যোগ্যতায় হয়েছেন সফল ও ধনী। সফল এই মানুষদের নিয়ে এটিএন বাংলা নির্মাণ করছে ট্রাভেল শো ভিত্তিক একজন সফল ব্যক্তির গল্প, যে অনুষ্ঠানটির উপস্থাপনার দায়িত্ব পালন করছেন নিরব। সফল ওই মানুষ তার পরিবার নিয়ে অতিথি হচ্ছেন নিরবের। পরিবার ও সফল ব্যক্তির সঙ্গে নানা বিষয়ে আড্ডা, ঘোরাঘুরি, এগিয়ে যাওয়ার কথা শোনা হচ্ছে। পাশাপাশি কানাডায় তাদের জীবনযাপনের নানা বিষয় তুলে ধরা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চিত্রনায়ক


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ