প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
রাজনীতির সঙ্গে জড়িত থাকার কারণে চলচ্চিত্র দূরে রয়েছেন এক সময়ের ব্যস্ত নায়ক শেখ মামুন। তিনি এবার জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসনে এমপি পদে নির্বাচন করতে চান। মিরপুরের স্থায়ীবাসিন্দা ও ঐতিহ্যবাহী শেখ পরিবারের সন্তান মামুন। তার চাচা মরহুম শেখ শামসুল হক বঙ্গবন্ধুর সঙ্গে রাজনীতি করেছেন এবং তৎকালীন মিরপুরের আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা। মামুনের দাদা এবং বাবা ছিলেন মিরপুরের হযরত শাহ আলী (র:) এর সুবিখ্যাত খাদেম। মামুন ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনীতি করেছেন। এরপর শেখ রাসেল শিশু কিশোর সংগঠন, বঙ্গবন্ধু সৈনিক লীগ, যুবলীগ এবং বর্তমানে ঢাকা মহানগর আওয়ামী উত্তরের শাহ আলী থানার ১ম যুগ্ম সাধারণ সম্পাদক। শেখ মামুন জানান, শেখ হাসিনা সরকারের ডিজিটাল প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তিনি এলাকার জনগণের সেবা করতে চান। উল্লেখ্য, রাজনীতির পাশাপাশি প্রায় ৩৫টি ছবিতে নায়ক চরিত্রে অভিনয় করেছেন শেখ মামুন। তার অভিনীত উল্লেখযোগ্য ছবি হচ্ছে, খুনী শিকদার, খাঁচার পাখি, এক মন এক প্রাণ, খুনী বউ, সেভেন মার্ডার, স্পট ডেড, ডাকু ফুলন, বিজলী আমার বোন, পাপী ইত্যাদি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।