Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ চিত্রনায়ক সম্রাটের জন্মদিন

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

আজ চিত্রনায়ক সম্রাটের জন্মদিন। জন্মদিনটি তিনি ঘরোয়াভাবে উদযাপন করবেন। সম্রাট বলেন, ‘ছোটবেলার জন্মদিনের কথা বেশি মনেপড়ে। ঘুম থেকেই চিৎকার চেচামেচি শুরু করে দিতাম। আব্বা তখন আমাকে নিয়ে বাইরে যেতেন, এটা ওটা কিনে দিতেন আমাকে। তখন আমি শান্ত হয়ে যেতোম। পরিবারের ছোট ছেলে বিধায় সবাই আমাকে ভীষণ আদর করতেন। আব্বা একটু বেশিই আদও করতেন। বড় হয়ে জন্মদিনগুলো কাটত একটু অন্যরকমভাবে। ঘুম থেকে উঠেই আব্বা-আম্মাকে সালাম করতাম। তারপর আব্বা আমাকে সঙ্গে নিয়ে নাস্তা খেতেন। তারপর আবার দিন্যবাপী বাসাতে খাওয়া দাওয়া চলত। সন্ধ্যার পর যদি অতিথি আসতেন তাদের সঙ্গে নিয়েই আব্বা কেক কাটতেন। এখন আম্মার সঙ্গেই কেক কাটা হয় বড় ভাইয়াকে সঙ্গে নিয়ে। সবাই আমার জন্য আমার পরিবারের জন্য, আমার মা, ভাই, বোন, স্ত্রী ও দুই কন্যার জন্য দোয়া করবেন। এদিকে তিন বছর আগে সম্রাট ‘ক্যাপ্টেন খান’ নামক সিনেমায় অভিনয় করেছিলেন। এরপর তাকে আর নতুন কোন সিনেমায় অভিনয়ে দেখা যায়নি। গল্প এবং চরিত্র ভালো না লাগায় তার অভিনয় করা হয়নি। তবে ভালো গল্প এবং চরিত্র পেলে অভিনয় করবেন। সিনেমাতে অভিনয় না করলেও নাটকে অভিনয় করছেন। শিঘ্রই তার অভিনীত নতুন দু’টি ধারাবাহিক নাটক সজীব মাহমুদের ‘হৈ চৈ ডটকম’ এবং আপন রানা’র ‘রেডট এলাটর্’ প্রচারে আসছে। এছাড়া একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হচ্ছে তার অভিনীত ইমদাদুল হক খান পরিচালিত ধারাবাহিক ‘নাটাই ঘুড়ি’। সিনেমাতে নায়ক হিসেবে সম্রাটের অভিষেক হয় নায়করাজ রাজ্জাকের পরিচালনায় ‘আমি বাঁচতে চাই’ সিনেমায় অভিনয়ের মধ্যদিয়ে। এতে তার বিপরীতে ছিলেন অপু বিশ্বাস। অভিনয়ের পাশাপাশি বেশকিছু নাটকও নির্মাণ করেন সম্রাট। অভিনয়ের বাইরে এখন পারিবারিক ব্যবসা নিয়েও সময় কাটে তার। ভীষণ ভ্রমনপ্রিয় একজন মানুষ সম্রাট। তাই সময় পেলেই ছুটে যান ঢাকার বাইরে কোথাও।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চিত্রনায়ক সম্রাটের জন্মদিন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ