প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বাংলাদেশ চলচ্চিত্রের মিয়াভাই খ্যাত চিত্রনায়ক আকবর হোসেন পাঠান (ফারুক) ঢাকা-১৭ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ সিনে স্টার ফোরাম। গতকাল এক বিবৃতিতে সংগঠনের সভাপতি চলচ্চিত্রকার শফি বিক্রমপুরী এবং মহাসচিব চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন নবনির্বাচিত এমপি ফারুককে অভিনন্দন জানান। চিত্রনায়ক ফারুককে মনোনয়ন দিয়ে এমপি নির্বাচিত হওয়ার সুযোগ প্রদান করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সিনে স্টার ফোরামের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানানো হয়। এর আগে ২০০৮ সালে চিত্রনায়িকা সারাহ বেগম কবরীকেও মনোনয়ন দিয়ে এমপি করে প্রধানমন্ত্রী চলচ্চিত্র জগতের প্রতিটি মানুষের সম্মান ও সুনাম বৃদ্ধি করেছেন। এতে প্রমাণীত হয় যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলচ্চিত্র তথা সাংস্কৃতিক জগতের মানুষদের অনেক ভালোবাসেন।
তিনি ইতোমধ্যে বিশিষ্ট চলচ্চিত্রকার আমজাদ হোসেনসহ বিভিন্ন শিল্পী কুশলীদের আর্থিক সহায়তা করে মহৎ উদারতার ও মানবিকতার পরিচয় দিয়েছেন। চলচ্চিত্র শিল্পের প্রতি প্রধানমন্ত্রীর এই মানবিকতা ও ভালোবাসার জন্য সংগঠনের সভাপতি শফি বিক্রমপুরী, মহাসচিব ইলিয়াস কাঞ্চন, উপদেষ্টা সৈয়দ হাসান ইমাম, গাজী মাজহারুল আনোয়ার, কহিনূর আক্তার সুচন্দা, ফরিদা আক্তার ববিতা, আহসান উল্লাহ মনিসহ সকল সদস্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।