Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

রাতের আকাশে আগুনের গোলা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

রাতের আকাশে হঠাৎ উড়ে গেল রহস্যময় এক অগ্নিগোলক। যাবার সময় চারিদিক আলোকিত করে দিয়ে গেল। গত মঙ্গলবার পশ্চিম অস্ট্রেলিয়ার রাজধানী পার্থের আকাশে স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে ওই আগুনের গোলা দেখা যায়। কী ছিল এটি! তা নিয়ে ইতিমধ্যে শুরু হয়ে গেছে জল্পনা। অনেকেই এ উড়ন্ত আলোর ঝলকানি খালি চোখে দেখে বিস্মিত হয়ে পড়েন। কেউ কেউ এই ভেবে ভয় পেয়ে যান যে তাদের দিকে কোনো পারমাণবিক বোমা ধেয়ে আসছে কিনা। দৃশ্যটি ক্যামেরাবন্দিও করে ফেলেন অনেকে। সঙ্গেসঙ্গে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে এর ভিডিও। ভিডিওটি ঘিরে চাঞ্চল্য দেখা দেয়। অস্ট্রেলিয়ার বিভিন্ন টিভি চ্যানেলে এ মহাজাতিক দৃশ্য দেখানো হয়েছে। নেটিজেনদের অনেকেই বলছেন, ওটা কোনো আগুনের গোলা নয় ওটা ভিনগ্রহের প্রাণীদের মহাকাশযান। তবে পার্থ অবজার্ভেটরি তাদের টুইটারে ভিডিওটি পোস্ট করে এ অগ্নিগোলককে একটা উল্কা বলে ধারণা করছে। স্পেস ডটকম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গোলা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ