Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

চ্যালেঞ্জারের সেই বাস চালক ও হেলপার কারাগারে

নাটোর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

নাটোরের বড়াইগ্রাম-লালপুরে কদিমচিলান সড়ক দূর্ঘটনায় ১৫ জন নিহতের ঘটনায় আটক চ্যালেঞ্জার বাস চালক শামীম হোসেন ও তার সহাকারী আব্দুস সামাদকে আদালতে হাজির করা হয়। বৃহস্পতিবার বিকেলে নাটোর জজ্ কোটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিট্রেট (লালপুর) সুলতান মাহমুদের আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই তরিকুল। শুনানী শেষে বিচারক আগামি ৫ সেপ্টেম্বর শুনানীর দিন ধার্য করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। কোর্টে জিয়ারু (কোর্ট ইন্সপেক্টর) মোস্তাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার বিকেলে আটককৃতদের কারাগারে প্রেরন করা হয়েছে।
গত শনিবার নাটোরের বড়াইগ্রাম-লালপুরের সীমান্তবর্তী কদিমচিলান ক্লিক মোড়ে বাস-লেগুনা সংঘর্ষে ১৫জন নিহতের ঘটনায় লালপুর থানায় বনপাড়া হাইওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইউছুফ আলী বাদি হয়ে ৭ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কারাগার

৭ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ