Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন ধারাবাহিকে সুইটি

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী তানভীন সুইটিকে ধারাবাহিক নাটকে অভিনয়ে সাধারণত খুব কমই দেখা যায়। তবে এরইমধ্যে তার অভিনীত ‘ব’তে বন্ধু’ ধারাবাহিক নাটকটি আবারো দূরন্ত টিভিতে প্রচার শুরু হয়েছে। এছাড়াও সুইটি এরইমধ্যে নতুন আরেকটি ধারাবাহিক নাটকের কাজ শুরু করেছেন। অনিমেষ আইচের নির্দেশনায় তিনি ‘দ্য গুড দ্য বেড দ্য আগলি’ ধারাবাহিকের কাজ শুরু করেছেন। এরইমধ্যে ধারাবাহিক এ নাটকটি বাংলাভিশনে প্রচারও শুরু হয়েছে। তানভীন সুইটি বলেন,‘ ধারাবাহিক এ নাটকটির গল্প ভালো। আমি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছি। অনিমেষ সবসময়ই অনেক যতœ নিয়ে নাটক নির্মাণ করে। যে কারণে তার নির্দেশনায় কাজ করতেও ভীষণ ভালোলাগে। তানভীন সুইটি ‘অভিনয় শিল্পী সংঘ’র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। একমাত্র চলচ্চিত্র হচ্ছে আবু সাইয়ীদ পরিচালিত ‘বাঁশি’। বেশ কয়েকবছর আগে তিনি এতে অভিনয় করেছিলেন। এরপর আর তিনি চলচ্চিত্রে অভিনয় করেননি। সুইটি বলেন,‘ গল্পনির্ভর চলচ্চিত্রে কাজ করার প্রস্তাব পেলে কাজ করবো। অবশ্যই সুস্থ ধারার চলচ্চিত্র হতে হবে এবং আমার চরিত্রটিও খুব ভালো হতে হবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধারাবাহিক

২৪ সেপ্টেম্বর, ২০২২
১১ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ