শেখ ফজলুল করিমের জীবন ও সাহিত্য
বাঙ্গালী মুসলমানদের লুপ্ত গৌরব ও ইতিহাস ঐতিহ্য নিয়ে যে কয়জন খ্যাতনামা মুসলিম সাহিত্যিক স্মরণীয় বরণীয়
মমিনুর রহমান মমিন
আশির দশকের অন্যতম ছড়াকার মমিনুর রহমান মমিন গত শনিবার দুপুর ১টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসারত অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে কর্মরত কবি মমিনুর রহমান মমিন দীর্ঘদিন যাবৎ দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। রাজশাহীর কাজলায় মমিনের জন্ম ও বেড়ে ওঠা। রাজশাহীর সাহিত্য আন্দোলনের একজন একনিষ্ঠ কর্মী হিসেবে তিনি সদ্য কর্মচঞ্চল ছিলেন। ছড়া-সাহিত্যে তাঁর কৃতিত্ব স্মরণীয়। নির্মোহ ও সদালাপী এ কবির মৃত্যুতে গভীর সমবেদনা ও শোক জানিয়েছেন রাজশাহী সংস্কৃতিকেন্দ্রের সভাপতি কথাশিল্পী নাজিব ওয়াদুদ, পরিচালক সরদার আবদুর রহমান, সহকারী পরিচালক সোয়াইব হোসাইন, রাজশাহী বিশ্ববিদ্যালয় লেখক ফোরামের সভাপতি প্রফেসর ড. মাহফুজুর রহমান আখন্দ, সেক্রেটারি ড. মুহাম্মদ সেতাউর রহমান, পরিচয় সংস্কৃতি সংসদের সহসভাপতি ড. আবু নোমান, সেক্রেটারি ড. ফজলুল হক তুহিন, প্রদীপ্ত সাহিত্যাসরের সভাপতি কবি মুকুল কেশরী, ছায়া সংস্কৃতি সংসদের সভাপতি কবি সোহেল মাহবুব প্রমুখ। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং পরিবাবের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।