Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ও-লেভেল পরীক্ষায় বিশ্বরেকর্ড

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০১৮, ১২:০৫ এএম

ও-লেভেল রসায়ন পরীক্ষায় বিশ্বরেকর্ড করেছে পাকিস্তানের ৮ বছর বয়সী বালক কমর মুনির আকবর। এ বয়সে এ পরীক্ষা পাসের রেকর্ড আর কারো দখলে নেই। এ ছাড়া তার দখলে রয়েছে আরো ৬টি বিশ্বরেকর্ড। তার সঙ্গে যুক্ত হলো আরো একটি রেকর্ড। এর আগে এই রেকর্ডটি দখলে ছিল তারই বোন সিতারার। সে ২০১১ সালে ৯ বছর বয়সে রসায়নে ও-লেভেল পাস করে বিশ্বরেকর্ড করে। কিন্তু তার সেই রেকর্ড ভেঙে দিয়েছে তারই ভাই আকবর। ওদিকে সিতারা ১০ বছর বয়সে জীববিজ্ঞানে ও-লেভেল পাস করে আরেকটি রেকর্ড গড়ে। এরপর ১১ বছর বয়সে পাকিস্তানের জন্য নতুন রেকর্ড গড়ে সে। এ বয়সে ইংরেজি, গণিত ও বিজ্ঞানে ও-লেভেল পাস করে। নিজে রেকর্ড করার পর আকবর জিও নিউজকে বলেছে, সে তার দেশকে গর্বিত দেখতে চায়। জিও নিউজ।



 

Show all comments
  • সপ্তর্ষী আহমদ ২ সেপ্টেম্বর, ২০১৮, ৭:২৬ পিএম says : 1
    আহমদীয়া মুসলিম জামাতের সদস্য হিসেবে আমরা অত্যন্ত আনন্দিত যে এই বালক একজন আহমদী মুসলিম। আমি তার উত্তরোত্তর সাফল্য কামনা করছি। সে আহমদী এ বিষয়টি কেন মিডিয়া প্রচার করছে না?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বরেকর্ড


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ