বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষকদের সংগঠনের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছে বিএনপি। এতে চলমান বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়। গতকাল (বুধবার) বিকেল চারটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই মতবিনিময় সভা হয়। বিভিন্ন শিক্ষক সংগঠনের অর্ধশতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন। এ বিষয়ে গণমাধ্যমকে কিছুই অবহিত করেনি বিএনপি। তবে বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও ব্যক্তির সাথে বিএনপি ধারাবাহিকভাবে মতবিনিময় করে আসছে। তারই ধারাবাহিকতায় গতকালের এই মতবিনিময়। প্রায় আড়াইঘণ্টা ধরে চলা মতবিনিময় সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. এমাজউদ্দীন আহমদ, সাবেক প্রোভিসি প্রফেসর ড. আ ফ ম ইউসুফ হায়দার উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠনের প্রতিনিধিবৃন্দ অংশ নেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আকতার হোসেন খান, প্রফেসর ড. এবিএম ওবায়দুল ইসলাম, প্রফেসর ড. আব্দুর রশিদ, প্রফেসর ড. মোর্শেদ হাসান খান, প্রফেসর তাহমিনা আক্তার টফি, প্রফেসর লুৎফর রহমান, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভুইয়া, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ড. মো: নূরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
জানতে চাইলে অধ্যাপক লুৎফর রহমান বলেন, সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজ ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছেন। আমরা সেখানে বর্তমান সরকারের মাধ্যমে শিক্ষকদের ওপর নিপীড়নের কথা বলেছি। বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ আমাদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনেছেন। তারা আমাদেরকে শিক্ষক সমাজের দাবি-দাওয়ার বিষয়ে সোচ্চার হওয়ার পরামর্শ দিয়েছেন। সেইসাথে দেশের দুঃসময়ে সবাইকে ঐক্যবদ্ধ থেকে সঙ্কট মোকাবিলার কথা বলেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, শিক্ষক সমাজের দুঃখ-দুর্দশা দেখভালের জন্য গতকালের এই বৈঠকে একটি সমন্বয় কমিটি গঠন করা হয়। যার নাম- বাংলাদেশ শিক্ষক সমন্বয় কমিটি। এই কমিটির আহ্য়বাক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. এবিএম ওবায়দুল ইসলাম, সদস্য সচিব হয়েছেন অধ্যক্ষ সেলিম ভুঁইয়া। বাকি সবাইকে সদস্য হিসেবে রাখা হয়েছে। তবে কমিটির নির্দিষ্ট কোনো সদস্য সংখ্যা নেই। এই কমিটির মাধ্যমে শিক্ষকদের বিভিন্ন সমস্যা দেখভাল করা হবে। একইসাথে শিক্ষা বিষয়ক বিভিন্ন ইস্যুতে কাজ করবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।