মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় এক শহরে পথ উৎসব চলাকালীন এক বোমা হামলায় অন্তত একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৩৫ জন। দেশটির পুলিশ ও সেনাবাহিনীকে উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। বার্তা সংস্থাটি জানায়,মঙ্গলবার সুলতান কুদরাত প্রদেশে এক রেস্টুরেন্টের সামনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। দেশটির দ্বিতীয় বৃহত্তম দ্বীপ মিনদানাওয়ে এই প্রদেশটিতে অনেকদিন ধরে মাওবাদী ও ইসলামি উগ্রপন্থীরা হামলা চালিয়ে আসছে। মিন্দানাও এখন সামরিক আইনের আওতায় আছে। পুলিশ জানায়, বোমাটি বাড়িতে তৈরি ছিলো। একটি মোটরসাইকেলের নিচে লুকিয়ে রাখা হয়েছিল বোমাটি। এই হামলার তদন্ত চলছে এবং এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। প্রাদেশিক পুলিশ প্রধান নোয়েল কিনাজো বলেন, প্রাথমিকভাবে আমরা একজন নিহত হওয়ার খবর পেয়েছি। আহত ৩৫ জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এর আগে গত মাসেই একটি ভ্যানে বিস্ফোরণে ১১ জন নিহত হয়েছিলেন। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।