Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

পরিবার পরিকল্পনা পরিত্যাগ চীনে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০১৮, ১২:০৪ এএম

কয়েক দশকের পুরনো জনসংখ্যা নীতি থেকে সরে আসতে যাচ্ছে চীন। এতে কেবল এক সন্তান নীতিই নয় বরং পুরো পরিবার পরিকল্পনা নীতিটিই পরিত্যাগ করা হচ্ছে বলে দেশটির সরকারি সংবাদমাধ্যম চীনা ডেইলি সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবোতে এক পোস্টে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, সোমবার দেশটির শীর্ষ কয়েকজন আইনপ্রণেতা একটি সিভিল কোডের খসড়া জমা দিয়েছেন। ১৯৭৯ সাল থেকে চীন জনসংখ্যার ক্ষেত্রে এক সন্তান নীতি অনুসরণ করে আসছে। তবে জনসংখ্যা কমে যাওয়া, জন্মহার হ্রাস ও শ্রæমিকের সংখ্যা হ্রাসের কারণে ২০১৬ সালে এক সন্তান নীতি থেকে সরে আসে চীন। সিনহুয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ