Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পল্লবীতে ট্যাংক বিস্ফোরণ দগ্ধ আরও একজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০১৮, ১২:০১ এএম

রাজধানীর পল্লবীতে রিজার্ভ ট্যাংক বিষ্ফোরণের ঘটনায় দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। গতকাল ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লাবনী আক্তার (১৮) মারা গেছেন। এ নিয়ে দগ্ধ ৯ জনের মধ্যে শিশুসহ মোট চারজনের মৃত্যু হয়েছে।

ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল বলেন, বিষ্ফোরণের ঘটনায় গতকাল চিকিৎসাধীন অবস্থায় লাবনী আক্তার মারা গেছেন। এ নিয়ে মোট চারজনের মৃত্যু হল। অন্যরা চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যেও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
উল্লেখ্য, গত ২১ আগস্ট রাতে মিরপুর-১২ নম্বরের পল্লবীর ই-ব্লকের লাইন-৪ এলাকার একটি বাড়ির নিচতলায় পানির রিজার্ভ ট্যাংক বিষ্ফোরিত হয় শিশুসহ ৯ জন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। তাদের মধ্যে গতকাল পর্যন্ত বাড়ির নিচতলার ভাড়াটিয়া সুরত আলী (৬০), মেয়ে আলেয়া (৩০), নাতনি মিলি আক্তার (৪) ও পুত্রবধূ লাবনী আক্তার (১৮) মারা গেছেন। বর্তমানে হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন- ভাড়াটিয়া সুরত আলীর স্ত্রী বেদানা বেগম (৫০), ছেলে রাব্বি (২১), বাড়ির মালিক মোশারফ হোসেন (৪৫), মালিকের ছেলে জিসান (১৮) এবং এক আত্মীয় আউয়াল হেসেন বাবু (৩২)।
##



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ