পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
ঈদের ছুটি শেষে লেনদেনের দ্বিতীয় কার্যদিবসে দুই পুঁজিবাজারের স‚চকে মিশ্র প্রবণতায় লেনদেন হয়েছে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক স‚চক বাড়লেও কমেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। তবে উভয় বাজারেই বেড়েছে লেনদেন।
ডিএসই’র প্রধান স‚চক ডিএসইএক্স ১১ পয়েন্টের কিছু বেশি কমে ৫৫৮৪ পয়েন্টে অবস্থান করছে। তবে ডিএসইএস ইনডেক্স ০.৫৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৭২ পয়েন্টে। আর ডিএস৩০ ইনডেক্স বেড়েছে ৩ পয়েন্টের বেশি। ডিএসই-তে ৩৩৪টি কোম্পানির শেয়ারের লেনদেন হয়েছে।
যার মধ্যে দাম বেড়েছে ১৪৫টির, কমেছে ১৫৫টির এবং অপরিবর্তীত রয়েছে ৩৪টি কোম্পানির শেয়ারের দর। তবে আগের কার্যদিবসের তুলনায় এদিন ডিএসই-তে লেনদেন বেড়েছে। আগের কার্যদিবসের তুলনায় প্রায় ১১২ কোটি টাকা বেড়ে এ বাজারে লেনদেন হয়েছে ৫৩২ কোটি টাকার কিছু বেশি।
সিএসইতে সার্বিক স‚চক সিএএসপিআই ৩ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ২১৩ পয়েন্টে অবস্থান করছে। লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২১টির, কমেছে ৯৯টির ও অপরিবর্তিত রয়েছে ২৫টির। যাতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২৫ কোটি টাকার কিছু বেশি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।