Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মোটরসাইকেলের জন্য তালায় আত্মহত্যা!

তালা (সাতক্ষীরা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০১৮, ১২:০৩ এএম

সাতক্ষীরার তালা উপজেলায় মোটরসাইকেলের দাবি পূরণ না হওয়ায় এক যুবক গলায় তোয়ালের ফাঁস লাগিয়ে ফ্যানে ঝুলে আত্মহত্যা করেছে।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৬ আগস্ট রোবাবর দিনগত গভীর রাতে উপজেলার পাটকেলঘাটা থানার যুগীপুকুরিয়া গ্রামের স্থানীয় বিএনপি নেতা ওয়াজেদ আলী সরদারের পুত্র রায়হান হোসেন বাপ্পী (২৫) আত্মহত্যা করে। বাপ্পী বাবা-মার সাথে পাটকেলঘাটা হারুন অর রশিদ ডিগ্রি কলেজ সংলগ্ন একটি ভাড়াবাড়িতে বসবাস করছেন। বেশ কিছু দিন ধরে ছেলে বাপ্পী মোটরসাইকেল কিনবে বলে সে তার পিতার কাছে বায়না বা আবদার করে আসছিল।
কিন্ত অর্থনৈতিক সংকটের কারনে পিতা ওয়াজেদ আলী কয়েক দিন পরে কিনে দেবে বলে জানায়।
এমতবস্থায় অভিমানি বাপ্পী প্রতিদিনের ন্যায় ঘটনার দিনও রাতে খাওয়া শেষে তার ঘরে ঘুমাতে যায়। একপর্যায়ে রাত আনুমানিক ১টার দিকে ছেলের ঘরে কিছু একটা পড়ার শব্দে পিতা-মাতা ঘরে ঢুকে দেখেন তাদের ছেলে সিলিং ফ্যানে ঝুলছে। ওই সময় আপন জনদের কান্নাকাটি ও ডাক চিৎকারে স্থানীয় লোকজন দ্রæত ঘটনাস্থলে ছুটে এসে বাপ্পীকে উদ্ধার করেন ঠিকই, তবে ততক্ষণে তাদের আদরের সন্তান চলে গেছে না ফেরার দেশে।
এদিকে সকালে খবর পেয়ে স্থাণীয় পাটকেলঘাটা থানার ওসি রেজাউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে হাজির হয়ে মৃত্যুর ব্যাপারে খোঁজখবর নেন। কারো অভিযোগ না থাকায় লাশ ময়না তদন্ত ছাড়াই দাফনের ব্যবস্থা করা হয়েছে বলে জানা যায়। এ ঘটনায় পাটকেলঘাটা থানায় একটি অপমৃত্য মামলা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আত্মহত্যা

১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ