মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আফগানিস্তানে তৎপর জিহাদি গোষ্ঠী আইএস প্রধান নেতা আবু সা’দ আরহাবি নিহত হয়েছে। দেশটির পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের খোগিয়ানি এলাকায় সেনাবাহিনীর এক হামলায় আরহাবিসহ আরো বেশ কিছু জিহাদি নিহত হয়েছে। নানগারহার প্রদেশের গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খোগিয়ানি জানিয়েছেন, গতরাতে আফগান সেনাবাহিনীর বিমান হামলায় দেশটিতে আইএস প্রধান ও তার ১০ সহযোগী নিহত হয়েছে। তিনি আরো জানান, নিহত আরহাবি পাকিস্তানের ওরাকজাই এজেন্সি’র স্থায়ী অধিবাসী। আফগান প্রেসিডেন্টের উপ-মুখপাত্র শাহ হুসেন মুরতাযাবি নিজের ফেসবুক পেজে লিখেছেন, আইএস প্রধানের মৃত্যু প্রমাণ করে, সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধে কাবুল সরকার দৃঢ়প্রতিজ্ঞ। এই নিয়ে আফগানিস্তানে আইএস’র চতুর্থ শীর্ষ নেতা নিহত হলো। ২০১৬ সালের আগস্ট মাসে আফগানিস্তানে আইএস’র তৎকালীন নেতা হাফিজ খান নিহত হয়। এরপর ২০১৭ সালের মে মাসে দায়েশের দ্বিতীয় নেতা আব্দুল হাসিব নানগারহারে প্রদেশে নিহত হয়। একই বছরের আগস্ট মাসে কুনার প্রদেশে নিহত হয় এই জঙ্গি গোষ্ঠীর তৃতীয় শীর্ষ নেতা আবু সাইয়্যেদ নিহত হয়। আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশ ও মধ্যাঞ্চলীয় জুযজান প্রদেশে আইএস’র তৎপরতা সবচেয়ে বেশি। পার্সটুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।