Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

ফ্লোরিডায় ক্যাফেতে গোলাগুলি, নিহত ৪

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০১৮, ১২:০৩ এএম

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি ভিডিও গেম ক্যাফেতে ব্যাপক গোলাগুলি হয়েছে। স্থানীয় সময় রোববার ফ্লোরিডার জ্যাকসনভ্যাইলের একটি রেস্টুরেন্টে এ গোলাগুলির ঘটনা ঘটে। জ্যাকসনভ্যাইলের পুলিশ বলছে, এ ঘটনায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। তবে স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর দাবি, ‘প্রাথমিকভাবে ১৪ জন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে, যার মধ্যে চার জন নিহত হয়েছেন।’ রয়টার্স ও মেট্রোসহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর খবরে প্রকাশ, রোববার জ্যাকসনভ্যাইলের একটি ক্যাফে থেকে এক ভিডিও গেম টুর্নামেন্ট সরাসরি দেখানো হচ্ছিল একটি ভিডিও স্ট্রিমিং ওয়েবসাইটে। এসময় এক বন্দুকধারী ঢুকে অতর্কিতে গুলি চালাতে শুরু করে। এক বিবৃতিতে জ্যাকসনভিল শেরিফ অফিস জানায়, ‘ঘটনাস্থলে বেশ কয়েক জন মারা গেছেন, আহত হয়েছেন অন্তত ১০ জন, যাদের হাসপাতালে পাঠানো হয়েছে।’ তবে নিউজ৪জ্যাক্সসহ বেশ কিছু স্থানীয় সংবাদ মাধ্যম বলছে, ‘১৪ জন গুলিবিদ্ধ হয়েছেন, যার মধ্যে মারা গেছেন চার জন।’ ঘটনাস্থলের আশপাশ থেকে দূরে থাকার অনুরোধ জানিয়ে জ্যাকসনভিল শেরিফ অফিস এক টুইটার পোস্টে বলছে, ‘এলাকাটি নিরাপদ নয়। সন্দেহজনক হামলাকারীদের একজন ঘটনাস্থলে নিহত হয়েছে। তবে দ্বিতীয় কোনও সন্দেহভাজন আছে কিনা, তা বোঝা যাচ্ছে না।’ রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ