Inqilab Logo

মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১, ২৫ যিলহজ ১৪৪৫ হিজরী

ট্রাম্পের বক্তব্য দায়িত্বহীন : চীন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০১৮, ১২:০৩ এএম

উত্তর কোরিয়া বিষয়ে চীনকে জড়িয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যকে ‘দায়িত্বহীন’ বলে আখ্যায়িত করেছে বেইজিং। প্রেসিডেন্ট ট্রাম্প এক টুইটার বার্তায় জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যযুদ্ধে জড়িয়ে চীন উত্তর কোরিয়ার ওপর পরমাণু কর্মসূচি বন্ধে চাপ সৃষ্টির জন্য কার্যকর ভূমিকা রাখছে না। চীন এ বিষয়ে সাহায্য করছে না। এর প্রেক্ষিতে শনিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘ট্রাম্পের বক্তব্য মূল বিষয়ের বিপরীত। চীন উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন।’ বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে উত্তর কোরিয়া সফর অনির্দিষ্টকালের জন্য বাতিল করার নির্দেশ দিয়েছেন। শুক্রবার ট্রাম্প টুইটার বার্তায় জানান, পিয়ংইয়ংয়ের পরমাণু কর্মসূচির স্থাপনা ধ্বংস করার প্রক্রিয়ায় যথেষ্ট অগ্রগতি না হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত জুনে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সিঙ্গাপুরে ঐতিহাসিক বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প। বৈঠকের কয়েক দিন পর ট্রাম্প বলেন, ‘উত্তর কোরিয়া আর পারমাণবিক অস্ত্রধারী হুমকি নয়।’ তবে তার পর থেকে মার্কিন গোয়েন্দাদের বেশ কয়েকটি প্রতিবেদনে উঠে আসে যে, উত্তর কোরিয়া তাদের পরমাণু কর্মসূচি চালিয়ে যাচ্ছে। স¤প্রতি কয়েকজন মার্কিন গোয়েন্দা কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে জানান, উত্তর কোরিয়া নতুন আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরি করছে। জাতিসংঘের পরমাণু সংস্থাও (আইএইএ) একই মত দিয়ে জানায়, উত্তর কোরিয়া তাদের পরমাণু কর্মসূচি চালিয়ে যাচ্ছে। ট্রাম্পের টুইট বার্তায় এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু ক্যাং বলেন, ট্রাম্পের বক্তব্য ‘বাস্তবতা বিবর্জিত’ এবং চীন এ ব্যাপারে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করছে। তিনি আরও বলেন, উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণের প্রতি বেইজিং অব্যাহত সমর্থন দিয়ে যাচ্ছে। এদিকে স¤প্রতি ট্রাম্প তার পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর উত্তর কোরিয়া সফর বাতিল করেছেন। পিয়ংইয়ং তার পরমাণু অস্ত্র ধ্বংসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ তুলে ওই সফর বাতিল করেন। সেইসঙ্গে ট্রাম্প উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র ধ্বংসের ব্যাপারে চীন সহযোগিতা করছে না বলেও অভিযোগ করেন। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ