মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পেটের ব্যথা নিয়ে এক রোগী হাসপাতালে ভর্তির পর আলট্রাসনোগ্রাফি করে চিকিৎসক জানান, অস্ত্রোপচার করতে হবে। চিকিৎসকের কথামতো অপারেশন করানো হয়। তবে অপারেশন শেষে রোগী ফের পেটে ব্যথা অনুভব করেন। অসহ্য ব্যথা নিয়ে তিনি আবার হাসপাতালে ভর্তি হন। দ্বিতীয় দফা আলট্রাসনোগ্রাফি করে দেখা যায়, রোগীর পেটের ভেতর এক টুকরো কাপড় রয়ে গেছে। ভারতের উত্তর প্রদেশের এটাওয়া জেলায় এ ঘটনা ঘটেছে। ভুক্তভোগী রোগীর স্বামীর উদ্ধৃতি দিয়ে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানায়, জেলা সরকারি হাসপাতালে তার স্ত্রীকে ভর্তি করানোর পর ডাক্তার পেটের ভেতর এক টুকরো কাপড় রেখেই অপারেশন সম্পন্ন করেন। ডাক্তারকে বিষয়টি জানানো হলে তিনি দ্বিতীয় দফা অপারেশন না করে তাকে অন্য একটি বেসরকারি হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে দ্বিতীয় দফা অপারেশন করে কাপড় বের করা করা হয়। ভুক্তভোগীর ছেলে জানান, আলট্রাসনোগ্রাফি করে পেটের ভেতর কাপড় রয়ে গেছে জানার পরও ওই ডাক্তার দ্বিতীয় দফা অপারেশনে অস্বীকৃতি জানান। এএনআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।