নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
প্রীতি ম্যাচ খেলতে ইন্দোনেশিয়ায় ও এশিয়ান কাপ বাছাইয়ে অংশ নিতে মালয়েশিয়া সফরে যাওয়ার আগে বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্পে যে কয়জন ইনজুুরিতে পড়েছিলেন, তাদের মধ্যে অন্যতম সাদ উদ্দিন। তাতে ক্যাম্প থেকে ছিটকে যান গত ২৩ মে। বসুন্ধরা কিংস অ্যারেনায় জাতীয় দলের অনুশীলনের সময় ডান পায়ের হাঁটুর নিচের অংশে আঘাত পেয়েছিলেন সাদ। শেষ পর্যন্ত তাকে যেতে হয়েছিল ছুরি-কাচির নিচে। অবশ্য এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন সাদ। ভারতের মুম্বাইয়ে তার পায়ের সফল অস্ত্রোপচার হয়েছে। গত শুক্রবার মুম্বাইয়ের সিটিকেয়ার এশিয়া হাসপাতালে ডাক্তার নন্দকুমারের অধীনে সাদ উদ্দিনের মেনিস্কাস অপারেশন সফলভাবে সম্পন্ন হয়। গতকাল মুম্বাই থেকে সাদ বলেন, ‘আল্লাহর রহমতে খুব ভালোভাবেই আমার অপারেশন সম্পন্ন হয়েছে। আগামীকাল (আজ) ঢাকায় ফিরছি। ডাক্তারের পরামর্শ নিয়ে চেষ্টা করবো খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে।’
ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া সফরে পূর্ণশক্তির দল নিয়ে যেতে পারেননি বাংলাদেশ দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। গোলরক্ষক শহিদুল আলম সোহেল, মিডফিল্ডার হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, সাদ উদ্দিন, মাসুদ মিয়া জনি, ফরোয়ার্ড সুমন রেজা, মতিন মিয়া ও ডিফেন্ডার তারেক কাজীরা ইনজুরিতে থাকায় এবার তাদের বাদ দিয়েই দল গড়তে হয়েছে ক্যাবরেরাকে। অনেকটা তারুণ্য নির্ভর দল নিয়েই এশিয়ান কাপ বাছাইয়ে অংশ নিতে বর্তমানে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আছে বাংলাদেশ দল। সেখানে নিয়মিত অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন জামাল ভূঁইয়ারা। কুয়ালালামপুরে আগামীকাল থেকে ১৪ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে এশিয়ান কাপ বাছাইয়ে ‘ই’ গ্রুপের খেলা। এই গ্রুপে বাংলাদেশের তিন প্রতিপক্ষ বাহরাইন, তুর্কমেনিস্তান ও স্বাগতিক মালয়েশিয়া। উদ্বোধনী দিন নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী বাহরাইনের মুখোমুখি হবে বাংলাদেশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।