মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ডাকাতের গুলিতে দক্ষিণ আফ্রিকায় আবারো এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। মো. ইসমাইল হোসেন (৩২) নামে এ প্রবাসীর বাড়ি কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার পানকরা গ্রামে।
গত শুক্রবার রাতে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ সিটিতে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায, ইসমাইল ২০১১ সালের ৩ ফেব্রুয়ারি জীবিকার তাগিদে দক্ষিণ আফ্রিকা যান। শুক্রবার ইসমাইলের দোকানে ডাকাতরা আকস্মিক হামলা চালায়। বাবার সামনেই তার ছেলেকে গুলি করে মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতরা। এ সময় অচেতন হয়ে পড়েন নিহতের বাবা আবুল কালাম।
জানা যায়, ইসমাইল দীর্ঘ আট বছর ধরে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ইলিয়াসবেগ ইলেকট্রনিক্সের দোকান পরিচালনা করে আসছেন। আগামী কয়েক মাসের মধ্যে দেশে ফিরে বিয়ে করার কথা ছিল তার। নিহত হওয়ার দুই ঘণ্টা আগেও ইসমাইল তার মায়ের সঙ্গে শেষ কথা বলেছেন।
নিহতের ছোট মামা মামুনুর রশিদ দক্ষিণ আফ্রিকা থেকে মোবাইল ফোনে ভাগিনার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ স্থানীয় থানায় রাখা হয়েছে। দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। উল্লেখ্য দক্ষিণ আফ্রিকায় প্রায়ই ডাকাতরা বাংলাদেশিদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।