বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম নগরীতে পুলিশ পরিচয় দিয়ে ছিনতাই ও অপহরণের অভিযোগে পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে। গত শুক্রবার দিবাগত রাতে নগরীর নতুন ব্রিজ এলাকায় গ্রেফতার হওয়া দুই ছিনতাইকারী যুবকের নাম মাহমুদুল ইসলাম ও মোঃ শাহজাহান (৩৮)।
পুলিশ জানায়, ওরা রাতে নগরীর নতুন ব্রিজ এলাকায় কলেজ শিক্ষার্থী আলী রমজানের কাছ থেকে পুলিশের পরিচয় দিয়ে মোবাইল ছিনতাই করে। এরপর পথচারী হাবিব কাউছারকে সিএনজি অটোরিকশায় তুলে অপহরণের চেষ্টাও করে। তখন খবর পেয়ে সিএনজি অটোরিকশাকে ধাওয়া করে হাবিব কাউছারকে উদ্ধার করা হয়। সিএনজি চালক শাহজাহান ও পুলিশ পরিচয় দেয়া মাহমুদুল ইসলামকে গ্রেফতার করা হয়।
বাকলিয়া থানা পুলিশ জানায়, পুলিশ পরিচয়ে ছিনতাই ও অপহরণের অভিযোগে দুই ছিনতাইকারীকে চোরাই মোবাইল ও ছোরাসহ গ্রেফতার করে পুলিশ। অপর একজনকে ধরার জন্য অভিযান অব্যাহত রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।