Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউরোপের সেরা একাদশ বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০১৮, ১২:০২ এএম

বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। ঐতিহ্যের দিকেও তারা অনেক এগিয়ে। কিন্তু ২০১৮-১৯ মৌসুমের সেরা দলের স্বীকৃতিতে পিছিয়ে পড়েছে দলটি। তাও আবার জরীপটি করেছে মাদ্রিদ ভিত্তিক গণমাধ্যম মার্কা। তাদের এক অনলাইন মতামতের জরীপে ৪০ শতাংশ ভোট পেয়ে ইউরোপের সেরা একাদশ নির্বাচিত হয়েছে তাদেরই চীরপ্রতিদ্ব›দ্বী মেসি-সুয়ারেজদের বার্সেলোনা।
গত আসরেও ইউরোপের সেরা একাদশ নির্বাচনে দর্শকদের ভোটে ঢের এগিয়েছিল রিয়াল। তবে চলতি বছরে ক্রিস্তিয়ানো রোনালদো দল ছাড়ার পর অনেকটাই দুর্বল হয়ে পড়েছে দলটি। মৌসুমের শুরুতে উয়েফা সুপার কাপে নগর প্রতিদ্ব›দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ৪-২ গোলে বিধ্বস্ত হয় দলটি। তাই দেখেই হয়তো ভক্তরা আস্থা হারিয়েছে রিয়াল ভক্তরা।
টানা তিন বছর ধরেই চ্যাম্পিয়ন্স লিগ নিজেদের করে নিয়েছে রিয়াল। চলতি আসরে কারা এবার এ শিরোপা জিততে পারে এমন মতামত চেয়ে একটি জরীপের আয়োজন করে মার্কা। তাতে ৯১,০৯৯ ভোটের ৪০ শতাংশ ভক্ত সমর্থন দিয়েছেন বার্সেলোনার পক্ষে। পাঠকদের মতে আরতুরো ভিদাল, আর্থার মেলো, ক্লেমেন্ট লিংলে ও ম্যালকমকে দলে টানায় বার্সেলোনা আগের আরও ভারসাম্যপূর্ণ হয়েছে।
তবে দ্বিতীয় অবস্থানে আছে রিয়াল। রোনালদোহীন দলটি ভোট পেয়েছে ২২ শতাংশ। তৃতীয় স্থানে আছে স্পেনেরই আরেক দল অ্যাটলেটিকো মাদ্রিদ। মৌসুমের শুরুতেই উয়েফা সুপার কাপ জিতে নেওয়া দলটি পেয়েছে ১১ শতাংশ ভোট। আর রোনালদোর জুভেন্টাস ৮ শতাংশ ভোট পেয়ে আছে চতুর্থ অবস্থানে। জুভেন্টাসের সমান ৮ শতাংশ ভোট পেয়েছে নেইমার, এমবাপে, বুফোন, কাভানিদের দল পিএসজি।
গত আসরে রেকর্ড গড়ে ইংলিশ লিগ জয়ী ম্যানচেস্টার সিটি পেয়েছে ৬ শতাংশ ভোট। গত চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালিস্ট লিভারপুল ভোট পেয়েছে মাত্র ৪ শতাংশ। আর বিস্ময়করভাবে ইউরোপের অন্যতম পরাশক্তি জার্মান দল বায়ার্ন মিউনিখ পেয়েছে মাত্র ১ শতাংশ ভোট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বার্সেলোনা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ