Inqilab Logo

শুক্রবার, ৩১ মে ২০২৪, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

নাটকীয় জয়ে শুরু বায়ার্নের

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০১৮, ১২:০২ এএম

শেষ দিকে দুই গোল করে নাটকীয় জয়ে বুন্দেসলিগা শুরু করেছে বায়ার্ন মিউনিখ। গতপরশু রাতে নিজেদের মাঠে হফেনহাইমকে ৩-১ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। স্বাগতিকদের ২৩তম মিনিটে হেডে গোল করে এগিয়ে দেন ফরোয়ার্ড থমাস মুলার। ৫৭তম মিনিটে নিচু শটে সমতা ফেরান হাঙ্গেরির ফরোয়ার্ড আদাম সালাই। ৮২তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে বায়ার্নকে এগিয়ে দেন রবের্ত লেভান্দোভস্কি। গতবারের লিগের সর্বোচ্চ গোলদাতা প্রথমবার প্রথম প্রচেষ্টা গোলরক্ষক ঠেকিয়ে দিলেও ফিরতি বল জালে পাঠিয়েছিলেন আরিয়েন রোবেন। তবে তিনি আগেই ডি-বক্স ঢুকে পড়ায় গোলটা বাতিল করেন রেফারি। দ্বিতীয় প্রচেষ্টায় ভুল করেননি লেভা। তবে স্পটকিকের সিদ্ধান্তটি নিয়েই বিতর্ক ছিল। এক্ষেত্রে ভিএআর প্রযুক্তি আশ্রয় নেননি রেফারি। ৯০তম মিনিটে কাছ থেকে বল জালে পাঠান রোবেন। উত্তেজনায় ঠাঁসা এক জয় দিয়েই তাই লিগ শুরু হল ইয়ুপ হেইঙ্কেসের জায়গায় আসা নতুন কোচ নিকো কোভাচের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বায়ার্ন

২৫ এপ্রিল, ২০২২
১৩ সেপ্টেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ