Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমেরিকা-মেক্সিকো মাদক সুড়ঙ্গের সন্ধান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০১৮, ১২:০২ এএম

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা রাজ্য থেকে মেক্সিকো পর্যন্ত একটি বিশাল মাদক সুড়ঙ্গের সন্ধান পেয়েছে মার্কিন আইনশৃঙ্খলা বাহিনী। এমনটি জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
স্যান লুইস এলাকা থেকে একটি পুরনো কেএফসি রেস্টুরেন্টের ভেতর ৬০০ ফিট গভীর এই মাদক সুড়ঙ্গের সন্ধান মেলে। এই সুড়ঙ্গ স্যান লুইস শহরে শুরু হলেও এর শেষ হয়েছে মেক্সিকোর সান লুইস রিও কলোরাডো শহরে। অভিযোগ রয়েছে এই সুড়ঙ্গ দিয়ে অ্যারিজোনা থেকে মেক্সিকোতে মাদক পাচার করা হতো। আইনশৃঙ্খলা বাহিনী গত সপ্তাহে এ সুড়ঙ্গ আবিষ্কার করে এবং দক্ষিণ অ্যারিজোনায় অবস্থিত বাড়িটির মালিককে গ্রেফতার করে। তদন্তকারী কর্মকর্তা জানায়, একটি ট্রাফিক জ্যামে ওই বাড়ির মালিক লোপেজের গাড়িকে সন্দেহ করে পুলিশের প্রশিক্ষনপ্রাপ্ত কুকুর। সেই গাড়ি থেকে প্রায় ১ মিলিয়ন ডলার মূল্যের মাদক আটক করা হয়। পরে আরও মাদক উদ্ধারের জন্য তার বাড়িতে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। সেখানেই পুরনো একটি কেএফসি রেস্টুরেন্ট থেকে ওই সুড়ঙ্গের সন্ধান মিলে।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা ধারণা করছে ওই সুড়ঙ্গ থেকে দড়ি দিয়ে টেনে মাদক তুলে আনা হতো। তবে মাদক সুড়ঙ্গের আবিষ্কার এটি প্রথম নয়। দুবছর আগে ২৬০০ ফিট দৈর্ঘের আরেকটি টানেলের সন্ধান মিলেছিল ক্যালিফোর্নিয়ার স্যান ডিয়াগোতে। তবে কর্তৃপক্ষ দাবি করছে আবিষ্কার হওয়া সুড়ঙ্গের ভেতর এটি সবচেয়ে বড় সুড়ঙ্গ ছিল। যেটি দিয়ে মূলত কোকেইন এবং মারিজুয়ানা পাচার হত। জুলাই মাসে মার্কিন সীমানা রক্ষী বাহিনী পুরো দেশটির সীমান্ত এলাকা থেকে ১৫ কেজি হেরোইন, ২৪ পাউন্ড কোকেইন এবং ১৯০০ কেজি মারিজুয়ানা আটক করে। -বিবিসি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাদক

২২ অক্টোবর, ২০২২
২৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ