নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
আন্তর্জাতিক খেলা না থাকায় এবার প্রায় সব ক্রিকেটারই ঈদ করছেন স্বজনদের সঙ্গে। ব্যতিক্রম কেবল মাহমুদউল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসান। পবিত্র হজ পালন করতে সাকিব গেছেন সউদী আরবে। আর ওয়েস্ট ইন্ডিজে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলছেন মাহমুদউল্লাহ। সেখানে ঈদের দিনেও মাঠে নেমেছিলেন রিয়াদ, দেখিয়েছেন বোলিং ঝলক। বাকিরা ঈদ করেছেন নিজ নিজ এলাকায়।
বন্ধু-বান্ধব আর স্বজনদের সঙ্গে ঈদ করতে বরাবরের মতো এবারও নড়াইলে ঈদ করছেন মাশরাফি। সেখান থেকে ভক্তদের জানিয়েছেন শুভেচ্ছা। এই শুভেচ্ছাবানীতে যেমন ছিল শুভকামনা ঠিক তেমনি ছিল সামাজিক সচেতনতামূলক আহŸানও, ‘ঈদের শুভেচ্ছা। ঈদের দিনটি সুন্দর আনন্দময় হোক। পরিবারের সবার সাথে ঈদের আনন্দে মেতে থাকুন সবাই, শুভেচ্ছা রইলো।’
এই ঈদে পশু কোরবানী হওয়ায় রাস্তায় ছড়িয়ে থাকে ময়লা আবর্জনা। কোরবানির পর প্রত্যেকে নিজ দায়িত্বে এসব আবর্জনা যেন সরিয়ে ফেলেন সেই অনুরোধ করেছেন মাশরাফি, ‘একটু মনে রাখবেন, আশেপাশের পরিবেশের দিকে। আমরা নিজেরা যাতে আমাদের সাধ্য মতো পরিষ্কার করে ফেলি কোরবানীর পর।’
ঈদের সময়গুলোতে যাত্রাপথে দেশের বিভিন্ন মহাসড়কে দুর্ঘটনার খবর পাওয়া যেন হরহামেশা ব্যাপার। তাই দুর্ঘটনা এড়িয়ে সুস্থভাবে সবার কর্মস্থলে ফেরার প্রত্যাশা ওয়ানডে অধিনায়কের, ‘যারা প্রিয়জনের সাথে ঈদের ছুটিতে দেশের বাড়িতে এসেছেন, খুব সাবধানে আবার কর্মস্থলে ফিরে আসেন এবং দুর্ঘটনা থেকে বিরত থাকবেন! আমার এবং আমার পরিবারের জন্যে দোয়া করবেন সবাই।’
বগুড়ায় ঈদ করছেন মুশফিকুর রহিম। ফেসবুকে নিজের পাতায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট দেন মুশফিক। তাতে তিনি লিখেছেন, ‘সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। এই পবিত্র, ত্যাগের এবং খুশির ঈদে কামনা করছি, আপনাদের ঈদ হোক দ্বীনি আমেজে ... দরিদ্র ও অসহায় মানুষের দিকে সাহায্য ও সহমর্মিতার হাত প্রসারিত করি।’
সিনিয়রদের মতো দলের জুনিয়র ক্রিকেটাররাও যে যার মর ঈদ শুভেচ্ছা জানিয়েছেন। বন্ধু-স্বজনদের সঙ্গে ভাগ করছেন আনন্দ। সাতক্ষীরায় ঈদ কাটাচ্ছেন মোস্তাফিজুর রহমান। ঈদের চার দিন আগে গ্রামে মাছ ধরার ছবি পোস্ট করেছিলেন তিনি।
মুসলিম ধর্মালম্বিদের উৎসব হলেও সাতক্ষীরার আরেক ক্রিকেটার সৌম্য সরকার ঈদ শুভেচ্ছা জানাতে কার্পণ্য করেননি। পঞ্জাবী পরা ছবি দিয়ে ভক্তদের শুভেচ্ছা জানান এই বাঁ-হাতি ওপেনার। পরিবারের সঙ্গে ঈদ করার ছবি দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় দলের আরেক ওপেনার এনামুল হক বিজয়। ঈদ শুভেচ্ছা জানিয়েছেন সাব্বির রহমানসহ অন্যরা।
এদিক থেকে কিছুটা নিঃসঙ্গ ঈদ কাটছে মাহমুদউল্লাহর। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলতে আছেন দেশ থেকে কয়েক হাজার মাইল দূরে। সেখানে ঈদের দিনেও মাঠে নেমেছিলেন তিনি। দেখিয়েছেন বোলিং ঝলক। তাতে তার দল সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টস ৭ উইকেটে হারিয়েছে সেন্ট লুসিয়া স্টার্সকে। নতুন বলে বোলিং করে ৪ ওভারে ২০ রান দিয়ে ২ উইকেট নেন মাহমুদউল্লাহ। খেলার ব্যস্ততার মাঝেও শুভেচ্ছা জানাতে ভুলেননি। ফেসবুকেই ভক্তদের দিয়েছেন ঈদ শুভেচ্ছা। ঈদের দিনে বাকিরাও সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন ভক্তদের। ঈদের ছুটির পর ২৭ অগাস্ট শুরু হবে এশিয়া কাপ সামনে রেখে জাতীয় দলের ক্যাম্প।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।