Inqilab Logo

বুধবার, ১৫ মে ২০২৪, ০১ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ইন্টারনেটে কড়াকড়ি মিসরে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০১৮, ১২:০৩ এএম

ইন্টারনেটের ওপর কড়াকড়ি আরোপ করে নতুন একটি আইনে অনুমোদন দিয়েছেন মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাতাহ আল-সিসি। নতুন এ আইনে ‘সাইবার অপরাধের’ অর্থে বলা হয়েছে মিশরের জাতীয় নিরাপত্তা ও অর্থনীতির জন্য হুমকি প্রতিপন্ন হলে সরকার যে কোনো ওয়েবসাইট বøক করতে পারবে।
কেউ এ ধরণের ওয়েবসাইট চালালে কিংবা এসব ওয়েবসাইটে ভিজিট করলে তাকে জরিমানা কিংবা কারাদন্ড দেয়া হবে। সরকারের দাবি, অভ্যন্তরীন অস্থিতিশীলতা ও সন্ত্রাসবাদের মোকাবেলার জন্য এই আইনটির প্রয়োজন ছিল। তবে মানবাধিকার সংগঠনগুলোর দাবি, সব ধরণের রাজনৈতিক ভিন্নমতকে চেপে ধরতেই সরকার এ আইন করেছে।
কায়রোভিত্তিক অ্যাসোসিয়েশন অব ফ্রিডম অব থট অ্যান্ড এক্সপ্রেশন জানিয়েছে, আইনটি পাস হওয়ার আগেই সরকার পাঁচ শতাধিক ওয়েবসাইট ব্লক করে দিয়েছে। গত মাসে অনলাইন সংক্রান্ত আরেকটি বিল পাস হয়েছে মিশরের পার্লামেন্টে। তবে এতে এখনো সিসি স্বাক্ষর করেননি। ওই বিলটিতে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে কারো পাঁচ হাজারের বেশি ফলোয়ার থাকলে সেই ব্যবহারকারীর অ্যাকাউন্টের ওপর নজরদারি করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিসর

২৮ জানুয়ারি, ২০২২
১৭ জানুয়ারি, ২০২২
১৩ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ