মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলে এক গ্রামে ভয়াবহ হামলা চালিয়েছে সন্দেহভাজন জঙ্গিরা। হামলায় ৬ জন নিহত হওয়ার খবর দিয়েছে স্থানীয় এক সংবাদ মাধ্যম। তবে বেঁচে যাওয়া এক ব্যক্তির বরাত দিয়ে বিবিসি জানায়, এতে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছে। শনিবার দিবাগত রাতে (স্থানীয় সময় রাত ২টায়) বোর্নো প্রদেশের গুজমালা অঞ্চলের মাইলারি গ্রামে হামলা চালায় জঙ্গিরা।
তারা দীর্ঘ দু ঘণ্টা ধরে ওই গ্রামের বাসিন্দাদের ওপর হত্যা ও লুটপাট চালায়। তাৎক্ষণিক কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে জঙ্গিগোষ্ঠী বোকো হারাম ও আইএস প্রায়শই দেশটিতে এ জাতীয় হামলা চালিয়ে থাকে।
নাইজেরিয়ার সরকারি মিলিশিয়া বাহিনীর নেতা বাবাকুরা সংবাদ সংস্থা এএফপিকে জানান,‘বন্দুকধারী জঙ্গিরা ওই গ্রামের ৬ জনকে অপহরণের পর হত্যা করে। রোববার সকালে পালিয়ে যাওয়া লোকজন গ্রামে ফেরার পর তাদের লাশ দেখতে পায়।’
এদিকে গ্রামবাসীদের অভিযোগ, ওই হামলার সময় গ্রাম সংলগ্ন থানার পুলিশ তাদের সাহায্যে এগিয়ে আসেনি। তারা জঙ্গিদের হামলা ঠেকাতেও কোনো ব্যবস্থা নেয়নি। - বিবিসি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।