Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দাবার রানী রানী হামিদ

স্পোর্টস রিপোর্টার : | প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০১৮, ১২:০১ এএম

বয়স ৭৪ পেরিয়েছে। এই সময়ও যে অধ্যাবসায় আর ক্ষুরধার হতে পারে মস্তিষ্ক তার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকলেন রানী হামিদ। জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপের শেষ রাউন্ডে পেরে ওঠেননি মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা। নবম রাউন্ডের জয়ে ৭ বছর পর মুকুট ফিরে পেয়েছেন মহিলা আন্তর্জাতিক মাস্টার রানী। জাতীয় মহিলা দাবায় এটি তার ১৯তম শিরোপা। সর্বশেষ সেরা হয়েছিলেন ২০১১ সালে।
বাংলাদেশ দাবা ফেডারেশনে গতপরশু নবম ও শেষ রাউন্ডে মহিলা ফিদে মাস্টার জাকিয়া সুলতানাকে হারান রানী। নয় রাউন্ডে আট জয়ে ৮ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হন এই মহিলা ইন্টারন্যাশনাল মাস্টার। শেষ রাউন্ডে জান্নাতুল ফেরদৌসের কাছে হারা ইভা ৭ পয়েন্ট নিয়ে হয়েছেন রানারআপ। প্রতিযোগিতার ষষ্ঠ রাউন্ডে রানীর কাছে প্রথম হারের স্বাদ পেয়েছিলেন এই মহিলা ফিদে মাস্টার। সাড়ে ৬ করে পয়েন্ট নিয়ে শেষ করেছেন নোশিন আঞ্জুম, জান্নাতুল ফেরদৌস ও কাজী জারিন তাসনিম। জাকিয়া সুলতানা, জাকিয়া হক ও ওয়াদিফা আহমেদ-এই তিন দাবাড়ু শেষ করেছেন ৬ করে পয়েন্ট নিয়ে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দাবা

৯ জানুয়ারি, ২০২৩
১২ অক্টোবর, ২০২২
২৬ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ