Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

চীন-ইরান সম্পর্ক অব্যাহত থাকবে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০১৮, ১২:০২ এএম

যুক্তরাষ্ট্রের বাধা সত্তে¡ও ইরানের সঙ্গে সম্পর্ক অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে চীন। দেশটির স্টেট কাউন্সিলর ওয়াং ইর বরাতে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া শুক্রবার এ তথ্য জানিয়েছে। ইরানি পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফের সঙ্গে ফোনালাপে এই চীনা কূটনৈতিক বলেন, ২০১৫ সালের জয়েন্ট কো-অপারেশন প্ল্যান অফ এ্যাকশনে (জেসিপিওএ) বলা হয়েছে, পশ্চিমা নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়ার বিনিময়ে পরমাণু কর্মসূচির লাগাম টানতে সম্মত হয়েছে তেহরান। ওয়াং ই বলেন, একপাক্ষিক নিষেধাজ্ঞার যে ভুল চর্চা চলে আসছে, আমরা তার বিরোধী। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আমরা অতি ক্ষমতা প্রয়োগেরও বিপক্ষে। জ্বালানি খাতসহ তেহরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে বেইজিংয়ের। গত আগস্টের শুরুর দিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, চীনের সঙ্গে ইরানের বন্ধন প্রকাশ্য, স্বচ্ছ ও আইনগত বৈধ। সিনহুয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ