Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০১৮, ১২:০২ এএম

তিমির রক্তে লাল
উত্তর আটলান্টিকে নরওয়ে ও আইসল্যান্ডের মাঝে ছোট ছোট ১৮টি দ্বীপ নিয়ে গঠিত ফারো দ্বীপপুঞ্জ। পুরো শীতজুড়ে এই দ্বীপপুঞ্জের ৫০ হাজার বাসিন্দার একমাত্র খাবারের উৎস হচ্ছে পাইলট তিমির মাংস ও চর্বি। কয়েকশ’ বছর ধরে এই দ্বীপপুঞ্জের বাসিন্দারা তিমি শিকার করছে। কিন্তু তিমি শিকারের লোমহর্ষক ছবি দেখে অনেকেই আঁতকে উঠতে পারেন। স¤প্রতি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র অ্যালেস্টার ওয়ার্ড (২২) সান্তামাউগে উপসাগরে দলগতভাবে ‘হোয়েল ড্রাইভিং’ নামে তিমি শিকারের বেশ কিছু আলোকচিত্র প্রকাশ করেছেন। বিবিসি।

প্রাচীনতম চিজ
প্রাচীন যুগেও মিসরীয়রা চিজের স্বাদের খাবার খেতেন। সা¤প্রতিক এক গবেষণায় এমনই চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। গবেষকদের দাবি তারা মিসরের একটি সমাধির ভিতরে পৃথিবীর সবচেয়ে পুরনো চিজ পেয়েছেন। এর ফলে ধারণা করা হচ্ছে বহুকাল আগে থেকেই চিজ মানুষের রসনা পূরণে স্থান করে নিয়েছিল। বিশেষজ্ঞদের অনুমান মিসরে আবিস্কৃত বর্তমান সমাধিটি খ্রিস্টপূর্ব ১৩শ’ শতাব্দির। যেটি প্রথম আবিষ্কৃত হয় ১৮৮৫ সালে। বিবিসি।

ট্রাম্পের প্রতি নিন্দা
আমেরিকার সেন্ট্রাল ইনটেলিজেন্স এজেন্সি’র (সিআইয়ের) কয়েকজন সাবেক পরিচালক এবং দেশটির আধাডজন সিনিয়র গোয়েন্দা কর্মকর্তা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিন্দা জানিয়ে নজিরবিহীন একটি বিবৃতি দিয়েছেন। সিআইএ কর্মকর্তারা তাদের সহকর্মী জন ব্রিননানকে কালো তালিকাভুক্ত করার ট্রাম্পের সিদ্ধান্তের কারণে এই নিন্দা জানান। এএফপি।

পুনরায় শুরু
ফিলিপাইনের বিমানবন্দর কর্তৃপক্ষ শনিবার ম্যানিলা আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান রানওয়েটি ফের চালু করে দিয়েছে। রানওয়ে থেকে চীনের ক্ষতিগ্রস্ত বিমানটি সরিয়ে নেয়ার কয়েকঘণ্টা পর এর কার্যক্রম পুনরায় শুরু করা হল। বৃহস্পতিবার জিয়ামেন এয়ার এর একটি যাত্রীবাহী বিমান রানওয়ে থেকে ছিটকে গেলে এর ব্যাপক ক্ষতি হয়। দুর্ঘটনার ফলে আটকে পড়া প্রায় দু’হাজার যাত্রীর জন্যে চীনা বিমান কোম্পানীটি এক দিনের মধ্যেই ম্যানিলায় সাতটি বিমান পাঠাবে। সিনহুয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংবাদ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ