Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন হতে হবে -মহাসচিব, ইসলামী আন্দোলন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০১৮, ৭:০৪ পিএম | আপডেট : ৯:৪৬ এএম, ১৯ আগস্ট, ২০১৮

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, দলনিরপেক্ষ সরকারের অধীনে একাদশ জাতীয় নির্বাচন হতে হবে। অন্যথায় জনগণ মেনে নিবে না। দলীয় সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হওয়ার নজির এদেশে নেই। বিগত সকল নির্বাচন দলীয় সরকারের অধীনে হওয়ায় সীমাহীন, কারচুপি, কেন্দ্র দখলের ঘটনা প্রমাণ করেছে দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। তিনি আরও বলেন, সরকার নির্বাচনে ইভিএম পদ্ধতির মাধ্যমে নির্বাচন করার চক্রান্ত করছে। ইভিএম নির্বাচন পদ্ধতি কোনভাবেই মেনে নেয়া হবে না।
মহাসচিব বলেন, নির্বাচন কমিশন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের গ্যারান্টি দিতে পারছেন না। বিগত নির্বাচনগুলো নিরপেক্ষ করতে ব্যর্থ হয়েছেন। তাই এ নির্বাচন কমিশন দিয়ে জাতীয় নির্বাচন পরিচালনা করা সম্ভব হবে না। তিনি বলেন, জনগণের ভোটাধিকার রক্ষায় দেশবাসিকে ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে।
শনিবার বিকেলে পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের এক জরুরী সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। সভায় অন্যান্যের মধ্যে রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব অধ্যাপক মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান, দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, উত্তর সভাপতি অধ্যক্ষ শেখ ফজলে বারী মাসউদ, প্রকৌশলী আশরাফুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক কেএম আতিকুর রহমান, প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, শায়খুল হাদীস মকবুল হোসাইন, আলহাজ¦ হারুন অর রশিদ, ইঞ্জিনিয়ার শরীফুল ইসলাম, মাওলানা লোকমান হোসাইন জাফরী, আলহাজ¦ আবদুর রহমান, মুক্তিযোদ্ধা আবুল কাশেম এডভোকেট লুৎফুর রহমান শেখ, মাওলানা আতাউর রহমান আরেফী প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসলামী আন্দোলন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ