রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের সাবেক রেজিস্ট্রার ও রাজশাহী সরকারী কলেজের আরবি বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর মোঃ আব্দুল কাদের সরকার গত বুধবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন, (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন)। বাদ যোহর টিকাপাড়া ঈদগাহ মাঠে জানাযা নামাজ শেষে টিকাপাড়া কবরস্থানে তাকে দাফন করা হবে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে-মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এদিকে তার তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মদীনাতুল উলুম কামিল মাদরাসা, রাজশাহীর অধ্যক্ষ মাওলানা মোঃ মোকাদ্দাসুল ইসলাম, রাজশাহী দারুস সালাম কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোঃ জাকারিয়া হোসেন, বাঘা হযরত শাহ আব্দুল হামিদ দানিশমান্দ ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুল গফুর মিঞা, বিড়ালদহ ডিএস কামিল মাদরাসা, পুঠিয়া, রাজশাহীর অধ্যক্ষ মাওলানা মোঃ হাবিবুর রহমান, দূর্গাপুর ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আলতাফ হোসেন, হাবিবপুর আলিম মাদরাসা, চারঘাট এর অধ্যক্ষ মোঃ মাহফুজুর রহমান। নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।