মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আফগানিস্তানের রাজধানী কাবুলে শিয়া প্রধান এলাকার একটি কোচিং সেন্টারে আত্মঘাতী বোমা হামলায় ৪৮ জন নিহত হয়েছে । আহত হয়েছে ৬৭ জন । স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে হতাহতের এই সংখ্যা জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। পুলিশ জানায়, কাবুলের উপকণ্ঠে শিয়া অধ্যুষিত এলাকায় ওই কোচিং সেন্টারটিতে গতকাল (বুধবার) নিয়মিত ক্লাস চলছিল। ওই সময়ে এক আত্মঘাতী বোমা হামলাকারী হেঁটে সেখানে প্রবেশ করে এবং শরীরে বাঁধা বিস্ফোরক বেল্টের বিস্ফোরণ ঘটায়।
নিহতদের মধ্যে বেশিরভাগই তরুণ। তাদের বয়স ১৩ থেকে ১৯ বছরের মধ্যে বলে ধারণা করছে পুলিশ। তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার প্রস্তুতি নিতে ওই কোচিং সেন্টারে ক্লাস করছিল এ পর্যন্ত তালেবান বা অন্য কেউ এখনো এই হামলার দায় স্বীকার করেনি।
স্থানীয় শিয়া স¤প্রদায়ের নেতা আবদুল হোসেন হোসেনজাদা আলজাজিরাকে বলেন, হামলাকারী ওই কোচিং সেন্টারে হামলা চালায়, যেখানে তরুণ-তরুণীরা একসঙ্গে পড়ছিল।
জানা গেছে, কাবুলের শিয়া প্রধান এলাকা গত কয়েক সপ্তাহ তুলনামূলকভাবে শান্ত থাকার পর আবার সেখানে এমন হামলা হলো। কথিত ইসলামিক স্টেট (আইএস) সেখানে আগের আত্মঘাতী হামলাগুলোর দায় স্বীকার করেছিল। এর আগে কাবুলে একটি কারাগারে তালেবান বন্দিদের দুর্দশার অভিযোগ এনে এ হামলার মাত্র কয়েক ঘণ্টা আগে তালেবানের পক্ষ থেকে দাতব্য সংস্থা রেডক্রসের কর্মীদের আর নিরাপদে দেশটিতে চলাচলের অনুমতি না দেওয়ার হুমকি দেওয়া হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।