Inqilab Logo

বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০২ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সৌরভ-শচিন-লক্ষ্মণকে সরিয়ে দিচ্ছে ভারত!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০১৮, ১২:০১ এএম

ভারতীয় ক্রিকেটে বড় ধরণের রদবদলই হতে যাচ্ছে বোধ হয়। এজবাস্টনে প্রথম টেস্ট হারে তবু লড়াইটা করেছিল ভারত। লর্ডসে দ্বিতীয় টেস্টটি তো রীতিমত লজ্জায় শেষ করেছে তারা, এমন পারফরম্যান্সের পর নড়েচড়ে বসেছে দেশটির ক্রিকেট বোর্ডকে। তোপের মুখে আছেন খেলোয়াড়, কোচিং স্টাফরা। এরই মধ্যে খবর, বোর্ডের উপদেষ্টা কমিটিতে থাকতে পারছেন না তিন কিংবদন্তি- শচিন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুুলি আর ভিভিএস ল²ণ। ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর প্রতিবেদনে এসেছে, সাবেক এই তিন ক্রিকেটার মূলতঃ নিজেদের পদ ধরে রাখতে পারছেন না লোধা কমিটির আরোপিত নিয়মের কারণে।
সৌরভ গাঙ্গুলি বর্তমানে বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, তিনি ক্রিকেট বিশেষজ্ঞ হিসেবে বিভিন্ন মিডিয়াতেও কাজ কনে। ল²ণ জড়িত আছে আইপিএল ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদের মেন্টর হিসেবে। তিনিও ধারাভাষ্যসহ মিডিয়ার বিভিন্ন কাজে জড়িত। আর শচিন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকার এখন ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের সদস্য। লোধা কমিটির আরোপিত নিয়ম অনুযায়ী, একজন কোচ কিংবা নির্বাচক তাদের দায়িত্ব পালন করতে পারবেন না যদি তাদের কোনো আত্মীয় দলের সঙ্গে জড়িত থাকেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ