Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বায়রায় নির্বাচনী হাওয়া

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০১৮, ২:২২ এএম

বায়রা সদস্যদের রুটি-রুজি কেঁড়ে নেয়ার ষড়যন্ত্র রুখতে হবে। আসন্ন নির্বাচনে ব্যালটের মাধ্যমে সিন্ডিকেট মুক্ত বায়রা প্রতিষ্ঠা করতে হবে। সকল দেশে জনশক্তি রফতানিতে বায়রা সদস্যদের অধিকার নিশ্চিত করতে হবে। জনশক্তি রফানিতে কোনো সিন্ডিকেটকে মেনে নেয়া হবে না। সোমবার রাতে নয়া পল্টনস্থ হোটেল গোল্ডেন প্লেটে সচেতন বায়রা গণতান্ত্রিক ফোরামের নির্বাচনী অফিস উদ্বোধন ও দোয়া মাহফিলে নেতৃবৃন্দ একথা বলেন।
বায়রার সাবেক সভাপতি শাহ জালাল মজুমদার বলেন, মালয়েশিয়ার দশ সিন্ডিকেট চক্র বায়রাকে ধ্বংস করেছে। বায়রার সদস্যদের কর্মী প্রেরণের অধিকার হরণ করেছে এই সিন্ডিকেট চক্র। বিশ্বের কোনো দেশেই কর্মী প্রেরণে সিন্ডিকেট বরদাশত করা হবে না। তিনি সচেতন বায়রা গণতান্ত্রিক ফোরামকে পূর্নপ্যানেলে বিজয়ী করার অনুরোধ জানান।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বায়রা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ