Inqilab Logo

মঙ্গলবার ০৮ অক্টােবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১, ০৪ রবিউস সানী ১৪৪৬ হজিরী

বায়রা নির্বাচন হাইকোর্টে স্থগিত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০২১, ১২:০৩ এএম

জনশক্তি রফতানিকারকদের সংগঠন ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ’র (বায়রা) নির্বাচনের তফসিল স্থগিত করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে রুলও জারি করেছেন আদালত।
আবেদনের শুনানি শেষে গতকাল রোববার বিচারপতি মামনুন রহমান এবং বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের ভার্চুয়াল ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। স্থগিতাদেশ আগামী চার সপ্তাহ পর্যন্ত বলবৎ থাকবে। রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আখার ইমাম ও ব্যারিস্টার রাশনা ইমাম। আগামী ১১ ডিসেম্বর বায়রার নির্বাচন হওয়ার কথা ছিল। আদেশের বিষয়ে ব্যারিস্টার রাশনা ইমাম জানান, বায়রা নির্বাচনে ভোটার তালিকা থেকে বাদ পড়া দুইজনের দায়ের করা রিটের শুনানি নিয়ে আদালত নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ