Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাকিবের কোর্টে বল ঠেলে দিল বিসিবি

আঙ্গুলের অস্ত্রোপচার

স্পোর্টস রিপোর্টার : | প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০১৮, ১২:০২ এএম

এশিয়া কাপের আগে নাকি পরে - সাকিব আল হাসানের আঙুলে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়ে চলছিল এই টানাপোড়েন। সিদ্ধান্তটি শেষ পর্যন্ত টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়কের ওপরই ছেড়ে দিয়েছে বিসিবি। বিসিবি সভাপতি নাজমুল হাসান জানিয়েছেন, সাকিব যখন ভালো মনে করেন, তখনই হবে অস্ত্রোপচার।
গতকাল মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি জানালেন, বোর্ডের চাওয়া এশিয়া কাপের পরই হোক অস্ত্রোপচার। তবে শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সাকিব নিজেই, ‘যদি হাতে ব্যথা থাকে, তাহলে তো খেলতেই পারবে না। কিন্তু যদি পরে করার সুযোগ থাকে (অস্ত্রোপচার) তাহলে আমরা অবশ্যই চাইব যে জিম্বাবুয়ে সিরিজ কিংবা ওয়েস্ট ইন্ডিজের সময় করলে ভালো হয় দলের জন্য। পুরোটাই নির্ভর করছে ফিজিও, ডাক্তার ও সাকিবের উপর।’ ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র সফর থেকে ফিরে সাকিব গত রোববার দেশ ছেড়েছেন হজ করতে। যাওয়ার আগে বিসিবি সভাপতির সঙ্গে কথা হয়েছে তার। নাজমুল হাসান নিজেও হজ করতে দেশ ছাড়বেন আজ। সেখানে গিয়ে কথা বলবেন আবারও। জানাবেন বোর্ডের ভাবনা, ‘সাকিব যাওয়ার আগে আমাকে ফোন করেছিল, জিজ্ঞেস করেছিল, কি করবে। আমি ওকে বলেছি, তোমার যদি হাতে ব্যথা থাকে আর যদি মনে করো এভাবে খেললে সমস্যা হবে, তাহলে অপারেশন করে ফেল। পাশাপাশি এ-ও বলেছি, তুমি যদি মনে করো এশিয়া কাপে খেলা সম্ভব তাহলে এশিয়া কাপের পরে করো, দলের জন্য ভালো হবে। সিদ্ধান্ত তোমার উপর।’
বাঁহাতের কনিষ্ঠায় ব্যথা নিয়ে গত কিছু দিন খেলেছেন সাকিব। ব্যথা অসহনীয় হলে ম্যাচ খেলেছেন ইনজেকশন নিয়ে। এই ব্যথা থেকে পুরোপুরি মুক্তি পেতে অস্ত্রোপচারের বিকল্প নেই। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র সফর থেকে দেশে ফিরে সাকিব বলেছিলেন, যত দ্রুত সম্ভব করে ফেলতে চান অস্ত্রোপচার। সেক্ষেত্রে আগামী মাসের এশিয়া কাপে খেলা হবে না তার। সেদিনই বিসিবি সভাপতি বলেছিলেন, সম্ভব হলে এশিয়া কাপেও ইনজেকশন নিয়ে খেলুক সাকিব। পরের মাসে জিম্বাবুয়ে সিরিজের সময় করা যেতে পারে অস্ত্রোপচার।



 

Show all comments
  • মোঃ আমজাদ হোসেন ১৫ আগস্ট, ২০১৮, ১:০০ এএম says : 0
    আমি মনে করি এশিয়া কাপের পর সাকিবের অস্রপচার করা হউক।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিসিবি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ