Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফতুল্লায় ব্যবসায়ী হত্যার প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ থেকে : | প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০১৮, ১২:০৩ এএম

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে জয়নাল আবেদীন নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়। আহত হয় অরো অনেকে। এ ঘটনায় দোষীদের শাস্তি দাবী করে মানববন্ধন করেছে এলাকাবাসী। তারা বলেন দ্রুত আসামীদের গ্রেফতার করা না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।
গতকাল মঙ্গলবার দুপুরে ফতুল্লার আকবর নগর এলাকাতে ওই মানববন্ধনে আশেপাশের বক্তাবলী, কোন্ডা, বালুরচর সহ কয়েকটি গ্রামের কয়েক হাজার নারী পুরুষ অংশ নিয়ে বিক্ষোভ করে। এতে উপস্থিত ছিলেন নিহত জয়নাল আবেদীনের স্ত্রী ফাতেমা বেগম, নিহতের ছেলে আলামিন মন্ডল, আরমান হোসেন, আবদুল হাই বেপারী, মোক্তার হোসেন, চয়ন আলী মাতবর, হাসান আলী মাতবর, একালউদ্দিন, মজিবুর মাতবর, ফুলু মাতবর, খবির হোসেন, প্রমুখ।
বক্তারা বলেন, ‘আকবর নগর এলাকার সামেদ আলী ও তার বাহিনী এলাকাবাসীকে জিম্মি করে সন্ত্রাসী কর্মকান্ড করে আসছে। এলাকার বেশীরভাগ ইটভাটা হতে মাসে লাখ লাখ টাকা চাঁদাবাজী করে আসছে। চাঁদা না দিলেই হত্যা, গুম আর মারধর করে ও বিভিন্ন ঘর-বাড়িতে আগুনও দিচ্ছে। এছাড়া হুমকি তো নিত্যদিনের ঘটনা। পুরো গ্রামকে জিম্মী করে এসব কর্মকান্ড করে আসছে সামেদ আলীর এই বাহিনী। আর তাদেরকে পরোক্ষ ইন্দন দিচ্ছে চেয়ারম্যান শওকত আলী।
বক্তারা আরো বলেন, সামেদ আলীর বাহিনীর চাঁদাবাজী ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদ করতে গিয়েই প্রাণ হারিয়েছেন জয়নাল আবেদীন। তাকে হত্যা করা হয়েছে। আগুন দেওয়া হয়েছে অনেক বাড়িঘরে। পুলিশ আসামী ধরতে গড়িমসি করছে।’
সূত্রে জানা গেছে, ফতুল্লার বক্তাবলীর আকবরনগর এলাকায় প্রভাব বিস্তার নিয়ে প্রভাবশালী ছামেদ আলী হাজী ও রহিম হাজী গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। তাদের মধ্যে বেশ কয়েক দফায় দফায় টেটাঁ-বল্লম নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। বৃহস্পতিবার বিকেলে ফের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৮ থেকে ১০ জন টেটাঁবিদ্ধ হয়। এর মধ্যে শুক্রবার ভোরে নিহত জয়নাল আবেদীন হলেন রহিম হাজী গ্রুপের সদস্য।
ফতুল্লা মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, ওই ঘটনায় মামলার আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মানববন্ধন

২২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ