মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জাতিগত দ্বন্দ্বের জেরে ইথিওপিয়ার পূর্বাঞ্চলে অন্তত ৪০ জনকে হত্যা করেছে একটি প্রাদেশিক আধাসামরিক বাহিনী। ঊর্ধ্বতন এক আঞ্চলিক কর্মকর্তা সোমবার এ সংবাদ জানিয়েছেন বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের। গত বছরের সেপ্টেম্বরে দেশটির সোমালি ও ওরোমিয়া প্রদেশের সীমান্ত এলাকা বরাবর প্রথম জাতিগত অস্থিরতা শুরু হয়েছিল। ওই অস্থিরতা চলাকালে প্রায় ১০ লাখ লোক এলাকা ছাড়তে বাধ্য হয়েছিল। তবে চলতি বছরের এপ্রিলে সহিংসতা প্রায় থেমে গিয়েছিল। সোমবার ওরোমিয়া আঞ্চলিক প্রশাসনের মুখপাত্র নেগেরি লেনচো জানিয়েছেন, ব্যাপক অস্ত্রে সজ্জিত সোমালি অঞ্চলের আধাসামরিক বাহিনীর সদস্যরা প্রাদেশিক সীমান্ত অতিক্রম করে ওরোমিয়ার পূর্ব হারারগে জেলায় হামলা চালিয়েছে। “আমরা এখনো জানিনা কেন লিয়ু বাহিনী শনি ও রোববার ওই এলাকাগুলোতে হানা দিয়েছে। তবে আমরা জানি যে যারা নিহত হয়েছেন তারা সবাই ওরোমো নৃগোষ্ঠীর লোক। ওই হামলাগুলোয় অন্তত ৪০ জন নিহত হয়েছে,” বলেছেন তিনি। এক সপ্তাহ আগে সোমালি অঞ্চলের রাজধানী জিজিগায় সংখ্যালঘু জাতিগোষ্ঠীর সম্পত্তিতে লুটপাট চালিয়েছিল উচ্ছৃঙ্খল জনতা। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।